সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

প্রতিপক্ষ প্রতিবেশীকে হয়রানির উদ্দেশ্যে ৫বছরে থানায় ১১ টি মামলা দায়ের

প্রতিপক্ষ প্রতিবেশীকে হয়রানির উদ্দেশ্যে ৫বছরে থানায় ১১ টি মামলা দায়ের
প্রতিপক্ষ প্রতিবেশীকে হয়রানির উদ্দেশ্যে ৫বছরে থানায় ১১ টি মামলা দায়ের

মোঃ সাব্বির আহমেদ, করেসপন্ডেন্ট,লালমনিরহাট।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষ প্রতিবেশীকে হয়রানির উদ্দেশ্যে শিশির কুমার রায়-নামে এক ব্যক্তি ৫বছরে থানায় পর পর ১১টি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা না পাওয়ায় থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মোট ১১টি অভিযোগ খারিজ করে দিয়েছে।

উপজেলার মদাতি ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় শিশির কুমার রায় মামলাবাজ নামে পরিচিত। সাজানো মামলার শিকার আশীষ কুমার ওই এলাকার চিত্তরঞ্জন রায় -এর ছেলে। 

এদিকে হয়রানি থেকে বাঁচতে ও মামলাবাজ শিশির কুমারকে আইনের আওতায় আনার দাবীতে আজ বুধবার ১৭ ই ডিসেম্বর দুপুরে ওই এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগী আশীষ কুমার রায় অভিযোগ করে বলেন গত ৫বছর ধরে প্রতিবেশী শিশির কুমার রায়ের সাথে আশীষ কুমারের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে।ঐ বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্য,আত্মীয় স্বজন এমনকি বন্ধুবান্ধবদের বিরুদ্ধেও একের পর এক সাজানো মামলা দায়ের করে হয়রানি করে আসছে।

গত ৫বছরে শিশির নানা ঘটনা সাজিয়ে পর পর মোট ১১টি মামলা দায়ের করেছে।কালিগঞ্জ থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে কোন সত্যতা না পাওয়ায় অভিযোগগুলো খারিজ করে দেন। পরে গত ২৯ নভেম্বর আবারও থানায় এসিড নিক্ষেপ এর সাজানো অভিযোগ দায়ের করে।ঐ অভিযোগটিরও কোন সত্যতা না পাওয়ায় ১৭৭নং জিডিমূলে খারিজ করে দেন পুলিশ।অবশেষে একই অভিযোগ এনে গত ৮ ই ডিসেম্বর থানার গন্ডি পেরিয়ে আদালতে মামলা দায়ের করে শিশির কুমার। বর্তমানে মামলাটি তদন্তাধিন রয়েছে। 

মানববন্ধনে খারিজ হওয়া সাজানো মামলায় আসামী ভুক্তভোগী আশীষের বন্ধু ও আত্মীয়  হৃদয় রায়,অমুল্য রায়, পুস্পজিৎ রায়,পলাশ মিয়াসহ অনেকে জানাননশুধু হয়রানি করতে আমাদের নামে সাজানো মামলা করা হয়েছিলো।যা থানা পুলিশ খারিজ করে দেয়।তারা সাজানো মামলাবাজ শিশিরকে আইনের আওতায় আনার দাবী এবং সাজানো মামলা থেকে বাঁচতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

মানববন্ধনে এলাকাবাসীরা জানান মামলা দায়েরের পাশাপাশি জমি দখলের চেষ্টা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টাও করা হচ্ছে ওই পরিবারটিকে।এমনকি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মামলাবাজ শিশির।ব্যক্তিগত বিরোধের জেরে বারবার মিথ্যা মামলা দায়ের করে একটি পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। যা সমাজ ও আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। 

বিষয় : অপরাধ লালমনিরহাট সারাদেশ মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬


প্রতিপক্ষ প্রতিবেশীকে হয়রানির উদ্দেশ্যে ৫বছরে থানায় ১১ টি মামলা দায়ের

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

মোঃ সাব্বির আহমেদ, করেসপন্ডেন্ট,লালমনিরহাট।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষ প্রতিবেশীকে হয়রানির উদ্দেশ্যে শিশির কুমার রায়-নামে এক ব্যক্তি ৫বছরে থানায় পর পর ১১টি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা না পাওয়ায় থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মোট ১১টি অভিযোগ খারিজ করে দিয়েছে।

উপজেলার মদাতি ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় শিশির কুমার রায় মামলাবাজ নামে পরিচিত। সাজানো মামলার শিকার আশীষ কুমার ওই এলাকার চিত্তরঞ্জন রায় -এর ছেলে। 

এদিকে হয়রানি থেকে বাঁচতে ও মামলাবাজ শিশির কুমারকে আইনের আওতায় আনার দাবীতে আজ বুধবার ১৭ ই ডিসেম্বর দুপুরে ওই এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে ভুক্তভোগী আশীষ কুমার রায় অভিযোগ করে বলেন গত ৫বছর ধরে প্রতিবেশী শিশির কুমার রায়ের সাথে আশীষ কুমারের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে।ঐ বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্য,আত্মীয় স্বজন এমনকি বন্ধুবান্ধবদের বিরুদ্ধেও একের পর এক সাজানো মামলা দায়ের করে হয়রানি করে আসছে।

গত ৫বছরে শিশির নানা ঘটনা সাজিয়ে পর পর মোট ১১টি মামলা দায়ের করেছে।কালিগঞ্জ থানা পুলিশ প্রাথমিক তদন্ত শেষে কোন সত্যতা না পাওয়ায় অভিযোগগুলো খারিজ করে দেন। পরে গত ২৯ নভেম্বর আবারও থানায় এসিড নিক্ষেপ এর সাজানো অভিযোগ দায়ের করে।ঐ অভিযোগটিরও কোন সত্যতা না পাওয়ায় ১৭৭নং জিডিমূলে খারিজ করে দেন পুলিশ।অবশেষে একই অভিযোগ এনে গত ৮ ই ডিসেম্বর থানার গন্ডি পেরিয়ে আদালতে মামলা দায়ের করে শিশির কুমার। বর্তমানে মামলাটি তদন্তাধিন রয়েছে। 

মানববন্ধনে খারিজ হওয়া সাজানো মামলায় আসামী ভুক্তভোগী আশীষের বন্ধু ও আত্মীয়  হৃদয় রায়,অমুল্য রায়, পুস্পজিৎ রায়,পলাশ মিয়াসহ অনেকে জানাননশুধু হয়রানি করতে আমাদের নামে সাজানো মামলা করা হয়েছিলো।যা থানা পুলিশ খারিজ করে দেয়।তারা সাজানো মামলাবাজ শিশিরকে আইনের আওতায় আনার দাবী এবং সাজানো মামলা থেকে বাঁচতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

মানববন্ধনে এলাকাবাসীরা জানান মামলা দায়েরের পাশাপাশি জমি দখলের চেষ্টা, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টাও করা হচ্ছে ওই পরিবারটিকে।এমনকি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মামলাবাজ শিশির।ব্যক্তিগত বিরোধের জেরে বারবার মিথ্যা মামলা দায়ের করে একটি পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে। যা সমাজ ও আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। 


Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত