মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালিপাড়ায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৪২) নামক দুই সন্তানের জনক এক মৎস্যজীবি নিহত হয়েছে। সে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চীম লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।আজ বুধবার ভোর পাচ টায় এ ঘটান ঘটে।জানা যায় বৈরী আবহাওয়ায় বাড়ির পাশে মাঠের মধ্যে ভেশাল জাল দ্বারা মাছ শিকার গিয়ে বজ্রের আঘাতে ছিটকে পানিতে পড়ে ডুবে যায় সমীর।প্রায় দুই ঘন্টা খোজা খুজির পর পানি থেকে তুলে চিকিৎসার জন্য তাকে স্বজনেরা কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বিষয় : বাংলাদেশ নিহত গোপালগঞ্জ কোটালিপাড়া
.png)
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালিপাড়ায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৪২) নামক দুই সন্তানের জনক এক মৎস্যজীবি নিহত হয়েছে। সে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পশ্চীম লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।আজ বুধবার ভোর পাচ টায় এ ঘটান ঘটে।জানা যায় বৈরী আবহাওয়ায় বাড়ির পাশে মাঠের মধ্যে ভেশাল জাল দ্বারা মাছ শিকার গিয়ে বজ্রের আঘাতে ছিটকে পানিতে পড়ে ডুবে যায় সমীর।প্রায় দুই ঘন্টা খোজা খুজির পর পানি থেকে তুলে চিকিৎসার জন্য তাকে স্বজনেরা কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
.png)
আপনার মতামত লিখুন