আকিকুর রহমান রুমন,হবিগঞ্জ। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ এক অভিযানে বানিয়াচং উপজেলার এক যুবক সহ ৩জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে কারাদন্ড প্রদান করেছেন প্রশাসন।আজ ৪ঠা নভেম্বর ২০২৫ইং মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,তিন মাদকসেবীকে ২০১৮ইং অনুযায়ী কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।দন্ডিত ব্যক্তিরা হলো মাধবপুর উপজেলার বাকরনগর গ্রামের আজগর আলীর পুত্র মোঃ টেনু মিয়া,রাজাপুর গ্রামের মৃত বাবুল আক্তারের পুত্র কামাল মিয়া ও বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের কুতুবখানী মহল্লার মোঃ আব্দুল হান্নান মিয়ার পুত্র মোঃ জসিম উদ্দিন।প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।এ ব্যাপারে প্রশাসন জানিয়েছেন, জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।