বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।সিরাজগঞ্জ পৌর এলাকায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি অভিয়োগে সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখ কে গ্রেফতার করেছে পুলিশ।জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোঃ মোয়াজ্জেল শেখের ছেলে।আজ সোমবার ১৫ ই ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন রবিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি বলেন স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তার বোন মামলা দায়ের করেছেন।এই মামলায় ছাত্রদল নেতা জুয়েল কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।গত ৯ ই ডিসেম্বর রাতে জুয়েল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন স্কুল ছাত্রীর বড় বোন।লিখিত অভিযোগে বলা হয় সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখের সাথে ভুক্তভোগী স্কুল ছাত্রীর প্রায় ১১ মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়।পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে স্কুল ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয় সে।পরবর্তীতে স্কুল ছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানায় সে দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবে।তবে দলীয় পদ পাওয়ার পর মোবাইলে ফোনের ম্যাসেঞ্জারে দীর্ঘ ১১ সাসের কথোপকথন সে মুছে দেয়।পরবর্তীতে স্কুল ছাত্রী ছাত্রদল নেতাকে বিয়ের কথা জানালে সে বিয়ে করতে অস্বীকার করে।গত ৯ ই ডিসেম্বর সন্ধ্যায় স্কুল ছাত্রী ছাত্রদল নেতার বাড়ীতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন স্কুল ছাত্রীকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয় এবং ঐ বাড়িতে গেলে স্কুল ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেয়।