মামুন,রংপুর।রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভূটকা এলাকায় মাথায় গুরুতর জখম অবস্থায় আখেরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসীর সূত্রে জানা যায় গত সোমবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ভূটকা থেকে মালিপের বাজারগামী পাকা সড়কের উপর আটা নিয়ে বাড়ি ফেরার পথে আখেরুল ইসলামকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।পরে তারা গঙ্গাচড়া মডেল থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।গঙ্গাচড়া থানা পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের কার্যক্রম গ্রহণ করেছে।ঘটনাস্থলে থাকা পুলিশ জানায় নিহতের মৃত্যুর সঠিক কারণ এবং কীভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।নিহত আখেরুল ইসলাম পেশায় একজন সাধারণ শ্রমজীবী ব্যক্তি ছিলেন এবং তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।