সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

আলিপুরে প্রবাসীর স্ত্রী সহ প্রেমিক আপত্তিকর অবস্থায় আটক

কলাপাড়া করেসপন্ডেন্ট।পটুয়াখালীর মহিপুর থানার আলীপুরে এক প্রবাসীর বাড়িতে গতকাল শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে প্রেমিকসহ এক গৃহবধূকে আটক করেছে স্থানীয় জনতা।আটককৃত যুবকের নাম মোঃ শামীম।তিনি পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের জননী সুরমা আক্তারের সাথে শামীমের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান গত প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের এই সম্পর্কের সূত্রপাত হয়।আজ শনিবার গভীর রাতে প্রেমিক শামীম ঐ গৃহবধূর ঘরে অবস্থান করছেন এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন।ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন।এই বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানিয়েছেন এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলিপুরে প্রবাসীর স্ত্রী সহ প্রেমিক আপত্তিকর অবস্থায় আটক