আকিকুর রহমান রুমন,হবিগঞ্জ।হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।ঘটনাটি ঘটেছে আজ ৪ঠা নভেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী নামক স্থানে।এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শুভ রঞ্জন চাকমা জানান সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে কুমিল্লা থেকে সিলেটগামী রয়েল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই দু'জনের প্রানহানী ঘটে।এবং হাসপাতালে নেওয়ার পর এনা গাড়ির সুপারভাইজার সাজু মিয়া(৩০) নামে আরেকজনের মৃত্যু হয়।তিনি জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।সংঘর্ষের তীব্রতায় বাস দু'টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।আহতদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে এই পর্যন্ত ৩জন মৃত্যু বরণ করেন।তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি।