সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

লালপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৫ লক্ষ টাকা

এ জেড সুজন,লালপুর,নাটোর।নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর গতকাল অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।গতকাল বৃহস্পতিবার ৮ই জানুয়ারি দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন উপজেলার কলারডর থেকে বাকনা পযন্ত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ইং (সংশোধিত ২০১৯ইং) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়।এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা,এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা,এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা,এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা,বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লালপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৫ লক্ষ টাকা