মোঃ আব্দুর রহমান বাবুল,বিশেষ প্রতিনিধি,ফেঞ্চুগঞ্জ সিলেট। ফেঞ্চুগঞ্জে বিশেষ অবিযানে নিষিদ্ধ ঘোষিত ৭০ হাজার টাকা মূল্যের চোঙ্গা জাল উদ্ধার করেছে।ফেঞ্চুগঞ্জ মৎস্য বিভাগ ও ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর মধ্য রাতে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর সংযোগ জুড়ি নদীর জিরো পয়েন্টের পশ্চিম অংশে এ অভিযান চালিয়ে ৫ মন ওজনের বৃহৎ আকারের জালটিকে নদীর পানির নিচ থেকে থেকে উদ্বার করা হয়।উদ্ধারের পর রাতেই ফেঞ্জুগঞ্জ বাজারের এক তীরে এনে পুড়িয়ে ফেলা হয়।এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান ও উপজেলা মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস।উপজেলা মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস জানান উদ্বার করা নিষিদ্ধ ঘোষিত চোঙ্গা জালটি মাছ ধরার সহজতর একটি ফাদ এ জালে বিশাল এলাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয় এবং জালটি নদীতে ডুবিয়ে রাখা হয়।