মনোয়ারুল ইসলাম রংপুর।জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনে দলটির প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন আওয়ামী লীগের শাসনামলে আমি দীর্ঘদিন কারাবন্দী থেকেছি।আমি মজলুম।বিপ্লব-পরবর্তী মুক্ত দেশে আল্লাহর অশেষ রহমতে বেঁচে এসেছি।দল আমাকে নিজ সংসদীয় আসনে মনোনয়ন দিয়েছে।আমার আসনের সর্বস্তরের জনগণের মাঝে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকলে বিজয়ী হবো।আজ বৃহস্পতিবার ১ লা জানুয়ারি বিকালে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে মত-বিনিময়কালে তিনি এ কথা বলেন।সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে এ টি এম আজহার বলেন ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও কন্ট্রোলে আনা সম্ভব হয়নি।একই সাথে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি নিশ্চিত হয়নি-এটা ঠিক করতে না পারলে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং জনগণের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।আপনারা যদি নির্বাচনি পরিবেশ ভালো করতে না পারেন-অবাধে ভোটারদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে না পারেন তাহলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না'।তিনি বলেন ‘আমরা সরকার ও নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছি-তাদের উপর চাপ অব্যাহত রাখছি আশা করছি,নির্বাচনের পরিবেশ তৈরি হবে।সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে'।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং রংপুর–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডও এখনো নিশ্চিত হয়নি।এসব বিষয় স্বাভাবিক করতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।জামায়াতের নেতৃত্বাধীন জোটের শরিক দলের প্রার্থীদের প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন আসন ভিত্তিক ১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র প্রত্যাহারের পরই চূড়ান্তভাবে জোটের প্রার্থীদের বিষয়টি পরিষ্কার হবে।তিনি বলেন আমরা যে ১০ দল মিলে নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের মধ্যে সিট ভাগাভাগিসহ সব বিষয়ে আলোচনা করার সুযোগ এখনও আছে। আমাদের ঐক্য এখনও আছে। আশা করি মনোনয়নপত্র প্রত্যাহার করার আগে সব ঠিক হয়ে যাবে। তা ছাড়া ২৯ শে ডিসেম্বর পর্যন্ত যা ফয়সালা হয়েছে সেভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাকিটা প্রত্যাহারের আগ পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে'।মনোনয়পত্র যাচাইয়ের প্রথম দিনে রংপুরের দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করা ১৪ প্রার্থীর মধ্যে এ টি এম আজহারুল ইসলামসহ ১৩ জনকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।দ্বৈত নাগরিকের তথ্য অসম্পূর্ণ থাকায় বাদ পড়েন রংপুর-১ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী।জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান জানিয়েছেন যাচাইয়ের প্রথম দিনে আজ দুই ধাপে রংপুর-১ ও রংপুর-২ আসনের মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে দাখিল করা ৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করে ৮ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বিকেলে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করা ৫ প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে।বাদ পড়া প্রার্থীর বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন রংপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করা মঞ্জুম আলীর দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।