রোববার, ১১ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

নেই কোন দলীয় মনোনয়ন,তারপরে ও দাবী বিএনপি প্রার্থী,তোলপাড় মোজাম্মেলকে ঘিরে

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করে হাজী মোজাম্মেল নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রার্থী হিসেবে দাবি করেছেন।গত ২৯ শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেন।জানা গেছে দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও মনোনয়ন না পাওয়া ৩ জন প্রার্থীর মধ্যে হাজী মোজাম্মেল একজন।অপর দুই প্রার্থী-এম এ হান্নান ও অ্যাডভোকেট আব্বাস উদ্দিন-মনোনয়নপত্রে নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করলেও হাজী মোজাম্মেল মনোনয়নপত্রে দলের নামের ঘরে "বিএনপি" লিখে জমা দেন।ফলে নির্বাচন কমিশনের তালিকায় তিনি বিএনপি প্রার্থী হিসেবে চিহ্নিত হন।এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল আজ বৃহস্পতিবার ১ লা জানুয়ারি ২০২৬ ইং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন তিনি বিএনপির আদর্শিক কর্মী এবং চাঁদপুর-৪ আসনে দলীয় মনোনয়নের জন্য বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।ফেসবুক পোস্টে তিনি বলেন "একটি কুচক্রি ও ষড়যন্ত্রকারী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আমি নাকি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী।আমি স্পষ্ট করে বলতে চাই-আমি বিদ্রোহী নই।দল,নেতৃত্ব এবং শহীদ জিয়ার আদর্শের প্রতি আমার আস্থা প্রশ্নাতীত।শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য আমি ধৈর্য ধরে অপেক্ষা করবো"।এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে হাজী মোজাম্মেল বলেন তিনি বিএনপির বাইরের কেউ নন এবং দলের ইঙ্গিতের ভিত্তিতেই এভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।তিনি আরও বলেন চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন না পেলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।অন্য দিকে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম জানান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ।তিনি বলেন "এই আসনে বিকল্প কোনো প্রার্থী দেওয়া হয়নি।হাজী মোজাম্মেল কীভাবে নিজেকে বিএনপি প্রার্থী দাবি করছেন,তা আমাদের বোধগম্য নয়"।এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাজাহান মামুন বলেন মনোনয়নপত্র জমাদানের সময় দলের নামের স্থানে "বিএনপি" উল্লেখ থাকায় তাকে বিএনপি প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে যাচাই-বাছাইয়ের সময় তিনি দলীয় মনোনয়নপত্র দেখাতে ব্যর্থ হলে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে বলে জানান তিনি।

নেই কোন দলীয় মনোনয়ন,তারপরে ও দাবী বিএনপি প্রার্থী,তোলপাড় মোজাম্মেলকে ঘিরে