কোটালিপাড়ায় আগুনে পুড়ে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোটালিপাড়ায় আগুনে পুড়ে ২ সন্তানের জননী ঝর্ণা বেগম (৩৫) নামক এক গৃহ বধুর রহস্য জনক মৃত্যু হয়েছে।সে উপজেলার পিঞ্জুরী গ্রামের আমেরিকা প্রবাসী হাফেজ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী।আজ রবিবার সকাল ১০ টায় নিজ বাস ভবনের শয়ন কক্ষে এ ঘটনা ঘটে।এলাকসূত্রে জানা যায় স্বামী প্রবাসে থাকার সুবাদে দুই ছেলে নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশে বসবাস করে আসছিলেনএই গৃহবধু।স্বেচ্ছাসেবকদল সদস্য সচীব মাসুদ তালুকদার,শিক্ষক মিরাজ তালুকদার,অহিদুল তালুকদার সহ একাধীক এলাকাবাসী সাংবাদিদের জানান-কক্ষের মধ্যে ঝর্ণা বেগম একাই ছিলেন,দরজা ভিতর থেকে বন্ধ ছিল,আগুনের সূত্রপাত কি ভাবে ঘটেছে তাহা বোধগম্য নয়। এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের স্যার সহ আমরা ঘটনা স্থলে আছি।