বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ ৩জনের রায়ের দিন নির্ধারণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।আজ বৃহস্পতিবার ১৩ ই নভেম্বর সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ,র্যাব,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের। ট্রাইব্যুনালের আশপাশে গড়ে তোলা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়।সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রবেশের আগে চলছে তল্লাশি অভিযান।জানা গেছে রায়ের তারিখ ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।রায়ের দিনকে কেন্দ্র করে কেউ যেন উসকানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে,সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।এদিন সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মোঃ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে।ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।