মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য স্বীকৃতি হিসেবে 'দি ডেইলি স্টার' (The Daily Star)-এর মর্যাদাপূর্ণ 'Best Reporter Award' অর্জন করেছেন লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক এস দিলীপ রায়। সাংবাদিকতায় অসামান্য অবদান এবং লেখনীর মাধ্যমে সাহসী ও জনবান্ধব সাংবাদিকতা তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন দি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
সাফল্যের মুকুটে আরও এক পালক এস দিলীপ রায়ের এটিই প্রথম জাতীয় স্বীকৃতি নয়। এর আগেও তিনি পরিবেশ, নদী, কৃষি এবং মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। চলতি বছর ডেইলি স্টারের এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তিনি ষষ্ঠবারের মতো দেশসেরা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
সাংবাদিক মহলে আনন্দের জোয়ার তার এই বিশেষ অর্জনে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জেলা পর্যায়ের সাংবাদিকরা মনে করছেন,এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো জেলার গণমাধ্যমকর্মীদের মুখ উজ্জ্বল করেছে। লালমনিরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
দীর্ঘদিন ধরে লালমনিরহাটের প্রান্তিক মানুষের সমস্যা,সম্ভাবনা এবং দুর্গম চরাঞ্চল ও ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত নিপুণভাবে তার লেখনীতে উঠে এসেছে।বিশেষ করে,জনমুখী সংবাদ,অবহেলিত মানুষের আর্তনাদ নীতিনির্ধারক পর্যায়ে পৌঁছে দেওয়া।অনিয়ম ও দুর্নীতি,সাহসিকতার সাথে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরা।পেশাদারিত্বে মাঠ পর্যায়ের প্রতিকূলতা জয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।
সহকর্মী সাংবাদিকরা জানান,দিলীপ রায়ের এই পুরস্কার প্রমাণ করে যে, জেলা পর্যায়ে থেকেও সততা ও সাহসিকতার সাথে কাজ করলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।তার এই গৌরবময় পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিষয় : লালমনিরহাট সারাদেশ
.png)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য স্বীকৃতি হিসেবে 'দি ডেইলি স্টার' (The Daily Star)-এর মর্যাদাপূর্ণ 'Best Reporter Award' অর্জন করেছেন লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক এস দিলীপ রায়। সাংবাদিকতায় অসামান্য অবদান এবং লেখনীর মাধ্যমে সাহসী ও জনবান্ধব সাংবাদিকতা তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন দি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
সাফল্যের মুকুটে আরও এক পালক এস দিলীপ রায়ের এটিই প্রথম জাতীয় স্বীকৃতি নয়। এর আগেও তিনি পরিবেশ, নদী, কৃষি এবং মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। চলতি বছর ডেইলি স্টারের এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তিনি ষষ্ঠবারের মতো দেশসেরা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।
সাংবাদিক মহলে আনন্দের জোয়ার তার এই বিশেষ অর্জনে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জেলা পর্যায়ের সাংবাদিকরা মনে করছেন,এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো জেলার গণমাধ্যমকর্মীদের মুখ উজ্জ্বল করেছে। লালমনিরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
দীর্ঘদিন ধরে লালমনিরহাটের প্রান্তিক মানুষের সমস্যা,সম্ভাবনা এবং দুর্গম চরাঞ্চল ও ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত নিপুণভাবে তার লেখনীতে উঠে এসেছে।বিশেষ করে,জনমুখী সংবাদ,অবহেলিত মানুষের আর্তনাদ নীতিনির্ধারক পর্যায়ে পৌঁছে দেওয়া।অনিয়ম ও দুর্নীতি,সাহসিকতার সাথে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরা।পেশাদারিত্বে মাঠ পর্যায়ের প্রতিকূলতা জয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।
সহকর্মী সাংবাদিকরা জানান,দিলীপ রায়ের এই পুরস্কার প্রমাণ করে যে, জেলা পর্যায়ে থেকেও সততা ও সাহসিকতার সাথে কাজ করলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।তার এই গৌরবময় পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
.png)
আপনার মতামত লিখুন