বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

​দি ডেইলি স্টার "বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড" পেলেন লালমনিরহাটের এস দিলীপ রায়

​দি ডেইলি স্টার "বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড" পেলেন লালমনিরহাটের এস দিলীপ রায়
​দি ডেইলি স্টার "বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড" পেলেন লালমনিরহাটের এস দিলীপ রায়

 মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,​লালমনিরহাট। 

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য স্বীকৃতি হিসেবে 'দি ডেইলি স্টার' (The Daily Star)-এর মর্যাদাপূর্ণ 'Best Reporter Award' অর্জন করেছেন লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক এস দিলীপ রায়। সাংবাদিকতায় অসামান্য অবদান এবং লেখনীর মাধ্যমে সাহসী ও জনবান্ধব সাংবাদিকতা তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।​রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন দি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

সাফল্যের মুকুটে আরও এক পালক ​এস দিলীপ রায়ের এটিই প্রথম জাতীয় স্বীকৃতি নয়। এর আগেও তিনি পরিবেশ, নদী, কৃষি এবং মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। চলতি বছর ডেইলি স্টারের এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তিনি ষষ্ঠবারের মতো দেশসেরা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।​

সাংবাদিক মহলে আনন্দের জোয়ার ​তার এই বিশেষ অর্জনে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জেলা পর্যায়ের সাংবাদিকরা মনে করছেন,এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো জেলার গণমাধ্যমকর্মীদের মুখ উজ্জ্বল করেছে। লালমনিরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।

​​দীর্ঘদিন ধরে লালমনিরহাটের প্রান্তিক মানুষের সমস্যা,সম্ভাবনা এবং দুর্গম চরাঞ্চল ও ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত নিপুণভাবে তার লেখনীতে উঠে এসেছে।বিশেষ করে,​জনমুখী সংবাদ,অবহেলিত মানুষের আর্তনাদ নীতিনির্ধারক পর্যায়ে পৌঁছে দেওয়া।​অনিয়ম ও দুর্নীতি,সাহসিকতার সাথে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরা।​পেশাদারিত্বে মাঠ পর্যায়ের প্রতিকূলতা জয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।

​সহকর্মী সাংবাদিকরা জানান,দিলীপ রায়ের এই পুরস্কার প্রমাণ করে যে, জেলা পর্যায়ে থেকেও সততা ও সাহসিকতার সাথে কাজ করলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।তার এই গৌরবময় পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।


বিষয় : লালমনিরহাট সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


​দি ডেইলি স্টার "বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড" পেলেন লালমনিরহাটের এস দিলীপ রায়

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

 মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,​লালমনিরহাট। 

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য স্বীকৃতি হিসেবে 'দি ডেইলি স্টার' (The Daily Star)-এর মর্যাদাপূর্ণ 'Best Reporter Award' অর্জন করেছেন লালমনিরহাটের জ্যেষ্ঠ সাংবাদিক এস দিলীপ রায়। সাংবাদিকতায় অসামান্য অবদান এবং লেখনীর মাধ্যমে সাহসী ও জনবান্ধব সাংবাদিকতা তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।​রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন দি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

সাফল্যের মুকুটে আরও এক পালক ​এস দিলীপ রায়ের এটিই প্রথম জাতীয় স্বীকৃতি নয়। এর আগেও তিনি পরিবেশ, নদী, কৃষি এবং মানবাধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য ৫ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। চলতি বছর ডেইলি স্টারের এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে তিনি ষষ্ঠবারের মতো দেশসেরা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।​

সাংবাদিক মহলে আনন্দের জোয়ার ​তার এই বিশেষ অর্জনে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। জেলা পর্যায়ের সাংবাদিকরা মনে করছেন,এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো জেলার গণমাধ্যমকর্মীদের মুখ উজ্জ্বল করেছে। লালমনিরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।

​​দীর্ঘদিন ধরে লালমনিরহাটের প্রান্তিক মানুষের সমস্যা,সম্ভাবনা এবং দুর্গম চরাঞ্চল ও ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত নিপুণভাবে তার লেখনীতে উঠে এসেছে।বিশেষ করে,​জনমুখী সংবাদ,অবহেলিত মানুষের আর্তনাদ নীতিনির্ধারক পর্যায়ে পৌঁছে দেওয়া।​অনিয়ম ও দুর্নীতি,সাহসিকতার সাথে দুর্নীতির বিরুদ্ধে কলম ধরা।​পেশাদারিত্বে মাঠ পর্যায়ের প্রতিকূলতা জয় করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন।

​সহকর্মী সাংবাদিকরা জানান,দিলীপ রায়ের এই পুরস্কার প্রমাণ করে যে, জেলা পর্যায়ে থেকেও সততা ও সাহসিকতার সাথে কাজ করলে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।তার এই গৌরবময় পথচলা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।



Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত