রোববার, ১১ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেফতার

প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেফতার
প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।   

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।তার ফাউন্ডেশনের বরাতে জানানো হয়েছে, ৫৩ বছর বয়সি মোহাম্মদীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহকর্মীদের সঙ্গে আটক করা হয়।আজ শনিবার ১৩ ই ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এই গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি।এক বিবৃতিতে তারা নার্গিস মোহাম্মদীর "নৃশংস গ্রেপ্তারের" উদ্বেগ জানিয়ে ইরানি কর্তৃপক্ষের কাছে তার অবস্থান স্পষ্ট করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শর্তহীন মুক্তির আহ্বান জানিয়েছে।ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং মানবাধিকার রক্ষায় নিরলস ভূমিকার জন্য ২০২৩ ইং সালে নার্গিস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।তিনি ২০২১ ইং সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি ছিলেন।চলতি বছরের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে তিন সপ্তাহের অস্থায়ী মুক্তি দেওয়া হয়েছিল।

বিবিসি জানায় সম্প্রতি মৃত অবস্থায় পাওয়া আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণসভায় যোগ দিতে গিয়ে সর্বশেষ গ্রেফতারের শিকার হন মোহাম্মদী। আলিকর্দির মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন "ইরান হিউম্যান রাইটস" একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।গ্রেফতারের সময় মোহাম্মদীর সাথে আরও কয়েকজন অধিকার কর্মীকেও আটক করা হয়।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে তারা 'স্বৈরশাসকের মৃত্যু' ও 'ইরান দীর্ঘজীবী হোক'-এ ধরনের শ্লোগান দিচ্ছিলেন।

নার্গিস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বিবিসি ফার্সিকে বলেন "তারা নার্গিসকে সহিংসভাবে গ্রেফতার করেছে।তিনি আরও জানান ইসরাইলের সাথে যুদ্ধ বিরতির পর থেকে ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়ন আরও বাড়িয়েছে-এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মোহাম্মদী।গত সপ্তাহে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে তিনি লেখেন,ইরান নাগরিকদের ব্যক্তিগত ও জনজীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করছে।নজরদারি,সেন্সরশিপ,নির্বিচারে গ্রেফতার,নির্যাতন ও সহিংসতার স্থায়ী হুমকিতে সাধারণ মানুষের শান্তি ভেঙে পড়েছে।গত এক বছর ধরে তিনি বাধ্যতামূলক হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং দেশজুড়ে মানবাধিকারকর্মীদের সাথে যোগাযোগ বজায় রেখেছেন। 

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে এই দৃঢ় অবস্থানের কারণে তাকে ইতোমধ্যে ১৩ বার গ্রেফতার,৫বার দোষী সাব্যস্ত করা হয়েছে।সব মিলিয়ে তার বিরুদ্ধে ৩১ বছরের কারাদন্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।


 


বিষয় : আন্তর্জাতিক ইরান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১১ জানুয়ারি ২০২৬


প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক নাসা নিউজ।   

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে আবারও গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।তার ফাউন্ডেশনের বরাতে জানানো হয়েছে, ৫৩ বছর বয়সি মোহাম্মদীকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহকর্মীদের সঙ্গে আটক করা হয়।আজ শনিবার ১৩ ই ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এই গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নোবেল কমিটি।এক বিবৃতিতে তারা নার্গিস মোহাম্মদীর "নৃশংস গ্রেপ্তারের" উদ্বেগ জানিয়ে ইরানি কর্তৃপক্ষের কাছে তার অবস্থান স্পষ্ট করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শর্তহীন মুক্তির আহ্বান জানিয়েছে।ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং মানবাধিকার রক্ষায় নিরলস ভূমিকার জন্য ২০২৩ ইং সালে নার্গিস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।তিনি ২০২১ ইং সাল থেকে তেহরানের এভিন কারাগারে বন্দি ছিলেন।চলতি বছরের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে তিন সপ্তাহের অস্থায়ী মুক্তি দেওয়া হয়েছিল।

বিবিসি জানায় সম্প্রতি মৃত অবস্থায় পাওয়া আইনজীবী খোসরো আলিকর্দির স্মরণসভায় যোগ দিতে গিয়ে সর্বশেষ গ্রেফতারের শিকার হন মোহাম্মদী। আলিকর্দির মৃত্যুকে ঘিরে সন্দেহ প্রকাশ করে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন "ইরান হিউম্যান রাইটস" একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।গ্রেফতারের সময় মোহাম্মদীর সাথে আরও কয়েকজন অধিকার কর্মীকেও আটক করা হয়।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে তারা 'স্বৈরশাসকের মৃত্যু' ও 'ইরান দীর্ঘজীবী হোক'-এ ধরনের শ্লোগান দিচ্ছিলেন।

নার্গিস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বিবিসি ফার্সিকে বলেন "তারা নার্গিসকে সহিংসভাবে গ্রেফতার করেছে।তিনি আরও জানান ইসরাইলের সাথে যুদ্ধ বিরতির পর থেকে ইরানি কর্তৃপক্ষ দমন-পীড়ন আরও বাড়িয়েছে-এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মোহাম্মদী।গত সপ্তাহে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে তিনি লেখেন,ইরান নাগরিকদের ব্যক্তিগত ও জনজীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করছে।নজরদারি,সেন্সরশিপ,নির্বিচারে গ্রেফতার,নির্যাতন ও সহিংসতার স্থায়ী হুমকিতে সাধারণ মানুষের শান্তি ভেঙে পড়েছে।গত এক বছর ধরে তিনি বাধ্যতামূলক হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং দেশজুড়ে মানবাধিকারকর্মীদের সাথে যোগাযোগ বজায় রেখেছেন। 

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে এই দৃঢ় অবস্থানের কারণে তাকে ইতোমধ্যে ১৩ বার গ্রেফতার,৫বার দোষী সাব্যস্ত করা হয়েছে।সব মিলিয়ে তার বিরুদ্ধে ৩১ বছরের কারাদন্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।


 



Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত