মোঃ আনোয়ার হোসেন (রাজ),কচুয়া,চাঁদপুর
চাঁদপুরের কচুয়ায় পৌরসভা (৩নং) ওয়ার্ড ডাক্তার বাড়ী সামনে যে কাঠের সেতুটি দৃর্গ কয়েক বছর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে কিন্ডার গার্ডেন স্কুল৷ শিক্ষার্থীরা ও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগীরা চরম দুর্ভোগে পড়েছে ঐ গ্রামের কয়েক হাজার মানুষ।বিশেষ করে কড়ইয়া ও কোয়া গ্রামের মানুষ' সবচেয়ে বিপাকে পড়েছেন।
সরজমিনে দেখা যায় কাঠের তৈরি এই সেতুটির এক ফুট দূরত্ব কাঠ রয়েছ তাও-ঝুঁকিপূর্ণ,হয়ে গেছে। এতে অনেকটা বন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় মোঃ মুকবুল হোসেেন জানান সেতুটি,দীর্ঘ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল। তার পরও তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে যাতায়াত করতেন কিন্ত আমাদের বাচ্ছাদেরকে, স্কুলে নেওয়া খুবে কষ্টকর হয়ে দাড়ায়।
তিনি আরো জানান ১৯৮৮ ইং সসালে মোঃ বিল্লাল হোসেনের ছেলে (মোঃ নজরুল) বয়স আনুমানিক ৮/৯ বছর এই কঠের সেতু পাড়' হতে গিয়ে,সেতুর নিছে পড়ে,খালে ডুবে নিহত হন।শিশু ততক্ষণে এই এলাকার বাসিন্দারা পৌরসবায়য় ও উপজেলা কার্যক্রম অফিসে দরখাস্ত করেন। কিন্তু এই সেতুটি আজ নিরমান হয়নি বলে জানান।
.png)
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫
মোঃ আনোয়ার হোসেন (রাজ),কচুয়া,চাঁদপুর
চাঁদপুরের কচুয়ায় পৌরসভা (৩নং) ওয়ার্ড ডাক্তার বাড়ী সামনে যে কাঠের সেতুটি দৃর্গ কয়েক বছর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে কিন্ডার গার্ডেন স্কুল৷ শিক্ষার্থীরা ও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগীরা চরম দুর্ভোগে পড়েছে ঐ গ্রামের কয়েক হাজার মানুষ।বিশেষ করে কড়ইয়া ও কোয়া গ্রামের মানুষ' সবচেয়ে বিপাকে পড়েছেন।
সরজমিনে দেখা যায় কাঠের তৈরি এই সেতুটির এক ফুট দূরত্ব কাঠ রয়েছ তাও-ঝুঁকিপূর্ণ,হয়ে গেছে। এতে অনেকটা বন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় মোঃ মুকবুল হোসেেন জানান সেতুটি,দীর্ঘ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল। তার পরও তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে যাতায়াত করতেন কিন্ত আমাদের বাচ্ছাদেরকে, স্কুলে নেওয়া খুবে কষ্টকর হয়ে দাড়ায়।
তিনি আরো জানান ১৯৮৮ ইং সসালে মোঃ বিল্লাল হোসেনের ছেলে (মোঃ নজরুল) বয়স আনুমানিক ৮/৯ বছর এই কঠের সেতু পাড়' হতে গিয়ে,সেতুর নিছে পড়ে,খালে ডুবে নিহত হন।শিশু ততক্ষণে এই এলাকার বাসিন্দারা পৌরসবায়য় ও উপজেলা কার্যক্রম অফিসে দরখাস্ত করেন। কিন্তু এই সেতুটি আজ নিরমান হয়নি বলে জানান।
.png)
আপনার মতামত লিখুন