সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

কচুয়ায় পৌরসভা কাঠের সেতু' ঝুঁকিপূর্ণ অবস্থায় দুর্ভোগে ভুগছেন হাজারও মানুষ

কচুয়ায় পৌরসভা কাঠের সেতু' ঝুঁকিপূর্ণ অবস্থায় দুর্ভোগে ভুগছেন হাজারও মানুষ
কচুয়ায় পৌরসভা কাঠের সেতু' ঝুঁকিপূর্ণ অবস্থায় দুর্ভোগে ভুগছেন হাজারও মানুষ

মোঃ আনোয়ার হোসেন (রাজ),কচুয়া,চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় পৌরসভা (৩নং) ওয়ার্ড ডাক্তার বাড়ী সামনে যে কাঠের সেতুটি দৃর্গ কয়েক বছর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে কিন্ডার গার্ডেন স্কুল৷ শিক্ষার্থীরা ও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগীরা চরম দুর্ভোগে পড়েছে ঐ গ্রামের কয়েক হাজার মানুষ।বিশেষ করে কড়ইয়া ও কোয়া গ্রামের মানুষ' সবচেয়ে বিপাকে পড়েছেন।

সরজমিনে দেখা যায় কাঠের তৈরি এই সেতুটির এক ফুট দূরত্ব কাঠ রয়েছ তাও-ঝুঁকিপূর্ণ,হয়ে গেছে। এতে অনেকটা বন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা।

স্থানীয় মোঃ মুকবুল হোসেেন জানান সেতুটি,দীর্ঘ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল। তার পরও তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে যাতায়াত করতেন কিন্ত আমাদের বাচ্ছাদেরকে, স্কুলে নেওয়া খুবে কষ্টকর হয়ে দাড়ায়।

তিনি আরো জানান ১৯৮৮ ইং সসালে মোঃ বিল্লাল হোসেনের ছেলে (মোঃ নজরুল) বয়স আনুমানিক ৮/৯ বছর এই কঠের সেতু পাড়' হতে গিয়ে,সেতুর নিছে পড়ে,খালে ডুবে নিহত হন।শিশু ততক্ষণে এই এলাকার বাসিন্দারা পৌরসবায়য় ও উপজেলা কার্যক্রম অফিসে দরখাস্ত করেন। কিন্তু এই সেতুটি আজ নিরমান হয়নি বলে জানান।

বিষয় : সারাদেশ চাঁদপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬


কচুয়ায় পৌরসভা কাঠের সেতু' ঝুঁকিপূর্ণ অবস্থায় দুর্ভোগে ভুগছেন হাজারও মানুষ

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image

মোঃ আনোয়ার হোসেন (রাজ),কচুয়া,চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় পৌরসভা (৩নং) ওয়ার্ড ডাক্তার বাড়ী সামনে যে কাঠের সেতুটি দৃর্গ কয়েক বছর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এতে কিন্ডার গার্ডেন স্কুল৷ শিক্ষার্থীরা ও স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী রোগীরা চরম দুর্ভোগে পড়েছে ঐ গ্রামের কয়েক হাজার মানুষ।বিশেষ করে কড়ইয়া ও কোয়া গ্রামের মানুষ' সবচেয়ে বিপাকে পড়েছেন।

সরজমিনে দেখা যায় কাঠের তৈরি এই সেতুটির এক ফুট দূরত্ব কাঠ রয়েছ তাও-ঝুঁকিপূর্ণ,হয়ে গেছে। এতে অনেকটা বন্দি হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা।

স্থানীয় মোঃ মুকবুল হোসেেন জানান সেতুটি,দীর্ঘ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ছিল। তার পরও তারা জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে যাতায়াত করতেন কিন্ত আমাদের বাচ্ছাদেরকে, স্কুলে নেওয়া খুবে কষ্টকর হয়ে দাড়ায়।

তিনি আরো জানান ১৯৮৮ ইং সসালে মোঃ বিল্লাল হোসেনের ছেলে (মোঃ নজরুল) বয়স আনুমানিক ৮/৯ বছর এই কঠের সেতু পাড়' হতে গিয়ে,সেতুর নিছে পড়ে,খালে ডুবে নিহত হন।শিশু ততক্ষণে এই এলাকার বাসিন্দারা পৌরসবায়য় ও উপজেলা কার্যক্রম অফিসে দরখাস্ত করেন। কিন্তু এই সেতুটি আজ নিরমান হয়নি বলে জানান।


Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত