সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি,গ্রেফতার এক

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি,গ্রেফতার এক
জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি,গ্রেফতার এক

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লায় এক তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটে গত ৩০ শে নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুমারগাড়ি মাঠে।জানা গেছে ক্ষেতলাল  উপজেলার মনঝার এলাকার গুচ্ছ গ্রামের বাসিন্দা আঃ মাজেদের স্ত্রীকে মক্ষিরানী হিসেবে ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমুন (৩০) ও ৩ সহযোগী মিলে ওই রাতে মেয়েটিকে মাঠের মধ্যে নিয়ে যায়।পরে সুমনের আরও চার সহযোগী ঘটনাস্থলে গিয়ে ঐ মেয়েকে জোর করে গণধর্ষণ করে।ভুক্তভোগী তরুণী উপজেলার মনঝার বাজার গুচ্ছ গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী সোনিয়া বেগম (৩ল২৬)।  

অভিযোগ সুত্রে ও স্বামী আঃ মজিদ জানা যায় ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন ভুক্তভোগী তরুণীর স্বামী আব্দুল মাজেদের সাথে যোগাযোগ করে তার স্ত্রীকে এক রাতের জন্য নিয়ে যায়।চুক্তি ছিল ৩ জনের জন্য।কিন্তু পরে খাবার আনার কথা বলে সুমন আরও ৪ জনকে নিয়ে আসে।এরপর ঐ তরুণী এবং তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক ৭ জন মিলে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।গতকাল সোমবার সকালে সুমনের নিকট থেকে অতিরিক্ত টাকা দাবি করলে তারা অস্বীকার করে।পরে ঐ মেয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল ১ লা ডিসেম্বর সোমবার বিকেলে ঐ মেয়ে  তার বোন ও স্বামী ক্ষেতলাল থানায় এসে বিষয়টি ওসিকে জানান।খবর পেয়ে ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং আলামন সংগ্রহ করেন।তরুণীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।গ্রেফতারকৃত হলেন ভাসিলা গ্রামের বেলালের ছেলে জাফরুল (৩০)। 

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সাতজনকে আসামি করে এজাহার দাখিল করেছে।তাৎক্ষণিক অভিযানে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।










বিষয় : পুলিশ সারাদেশ জয়পুরহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬


জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি,গ্রেফতার এক

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লায় এক তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটে গত ৩০ শে নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুমারগাড়ি মাঠে।জানা গেছে ক্ষেতলাল  উপজেলার মনঝার এলাকার গুচ্ছ গ্রামের বাসিন্দা আঃ মাজেদের স্ত্রীকে মক্ষিরানী হিসেবে ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমুন (৩০) ও ৩ সহযোগী মিলে ওই রাতে মেয়েটিকে মাঠের মধ্যে নিয়ে যায়।পরে সুমনের আরও চার সহযোগী ঘটনাস্থলে গিয়ে ঐ মেয়েকে জোর করে গণধর্ষণ করে।ভুক্তভোগী তরুণী উপজেলার মনঝার বাজার গুচ্ছ গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী সোনিয়া বেগম (৩ল২৬)।  

অভিযোগ সুত্রে ও স্বামী আঃ মজিদ জানা যায় ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন ভুক্তভোগী তরুণীর স্বামী আব্দুল মাজেদের সাথে যোগাযোগ করে তার স্ত্রীকে এক রাতের জন্য নিয়ে যায়।চুক্তি ছিল ৩ জনের জন্য।কিন্তু পরে খাবার আনার কথা বলে সুমন আরও ৪ জনকে নিয়ে আসে।এরপর ঐ তরুণী এবং তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক ৭ জন মিলে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।গতকাল সোমবার সকালে সুমনের নিকট থেকে অতিরিক্ত টাকা দাবি করলে তারা অস্বীকার করে।পরে ঐ মেয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল ১ লা ডিসেম্বর সোমবার বিকেলে ঐ মেয়ে  তার বোন ও স্বামী ক্ষেতলাল থানায় এসে বিষয়টি ওসিকে জানান।খবর পেয়ে ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং আলামন সংগ্রহ করেন।তরুণীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।গ্রেফতারকৃত হলেন ভাসিলা গ্রামের বেলালের ছেলে জাফরুল (৩০)। 

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী সাতজনকে আসামি করে এজাহার দাখিল করেছে।তাৎক্ষণিক অভিযানে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।











Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত