সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Daily Nasa News

১৩ মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন

১৩ মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন
১৩ মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও মারধরের অভিযোগে আরও একটি মামলার আবেদন করা হয়েছে।ঘটনার ১৩ মাস পর গতকাল বুধবার ১৭ ই সেপ্টেম্বর ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এ মামলার আবেদন করেন এনায়েত উল্যাহ নামে এক ব্যক্তি।মামলায় দৈনিক দেশ রূপান্তর,ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি ও জুলাই আন্দোলন চলাকালে আহত শফি উল্লাহ রিপন,দৈনিক ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক শাখাওয়াত হোসেন ডন চৌধুরী ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক সাহেদ সাব্বিরকে আসামি করা হয়েছে।

মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী,ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ ১০৬ জনের নাম উল্লেখ ও আরও ৫০-১০০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়।মামলার বাদী এনায়েত উল্যাহ সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন ২০২৪ ইং সালের ৪ ঠা আগস্ট দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতার বিক্ষোভে আসাসিদের নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এতে বাদীসহ অনেকে গুলিবিদ্ধ হন।এসময় ৯ জন নিহত ও দুই শতাধিক ছাত্রজনতা আহত হয়। 

এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়।পেশায় শ্রমিক হওয়ায়,দীর্ঘদিন চিকিৎসা নেওয়া ও পরিবারের খরচ বহনসহ নানা কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে মহিপালে গণহত্যা ও বহু গুলিবিদ্ধের ঘটনার মতো বর্বরোচিত ঘটনায় সাংবাদিকদের জড়ানোর অপচেষ্টায় এদিন রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সভায় মিলিত হয় জেলায় কর্মরত সাংবাদিকরা। মামলার নামে সাংবাদিকের কণ্ঠরোধে ভয়াল ষড়যন্ত্র আখ্যা দিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। সভায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ঘোষণার কথা বলেছেন তারা।

মামলায় আসামি হওয়া সাংবাদিক শফি উল্লাহ রিপন বলেন, সম্প্রতি সোনাগাজী থানার সালিশ বাণিজ্য,চুরি-ডাকাতি নিয়ে পেশাগত কাজে আমরা তিন সাংবাদিক একাধিক সংবাদ করেছি।এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে আমাদের এ মামলায় যুক্ত করেছে।এছাড়া আমি নিজেও জুলাই আন্দোলনে পতিত সরকারের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলাম। দীর্ঘ সময় পর মামলা করার কারণ প্রসঙ্গে জানাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫


১৩ মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও মারধরের অভিযোগে আরও একটি মামলার আবেদন করা হয়েছে।ঘটনার ১৩ মাস পর গতকাল বুধবার ১৭ ই সেপ্টেম্বর ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এ মামলার আবেদন করেন এনায়েত উল্যাহ নামে এক ব্যক্তি।মামলায় দৈনিক দেশ রূপান্তর,ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি ও জুলাই আন্দোলন চলাকালে আহত শফি উল্লাহ রিপন,দৈনিক ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক শাখাওয়াত হোসেন ডন চৌধুরী ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক সাহেদ সাব্বিরকে আসামি করা হয়েছে।

মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী,ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ ১০৬ জনের নাম উল্লেখ ও আরও ৫০-১০০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়।মামলার বাদী এনায়েত উল্যাহ সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন ২০২৪ ইং সালের ৪ ঠা আগস্ট দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতার বিক্ষোভে আসাসিদের নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এতে বাদীসহ অনেকে গুলিবিদ্ধ হন।এসময় ৯ জন নিহত ও দুই শতাধিক ছাত্রজনতা আহত হয়। 

এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়।পেশায় শ্রমিক হওয়ায়,দীর্ঘদিন চিকিৎসা নেওয়া ও পরিবারের খরচ বহনসহ নানা কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে মহিপালে গণহত্যা ও বহু গুলিবিদ্ধের ঘটনার মতো বর্বরোচিত ঘটনায় সাংবাদিকদের জড়ানোর অপচেষ্টায় এদিন রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সভায় মিলিত হয় জেলায় কর্মরত সাংবাদিকরা। মামলার নামে সাংবাদিকের কণ্ঠরোধে ভয়াল ষড়যন্ত্র আখ্যা দিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। সভায় সাংবাদিক হয়রানির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ঘোষণার কথা বলেছেন তারা।

মামলায় আসামি হওয়া সাংবাদিক শফি উল্লাহ রিপন বলেন, সম্প্রতি সোনাগাজী থানার সালিশ বাণিজ্য,চুরি-ডাকাতি নিয়ে পেশাগত কাজে আমরা তিন সাংবাদিক একাধিক সংবাদ করেছি।এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে আমাদের এ মামলায় যুক্ত করেছে।এছাড়া আমি নিজেও জুলাই আন্দোলনে পতিত সরকারের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলাম। দীর্ঘ সময় পর মামলা করার কারণ প্রসঙ্গে জানাই।


Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৫ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত