রোববার, ১১ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

খেলা

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাটে তারুণ্যের উৎসবে চ্যাম্পিয়ন আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,​লালমনিরহাট। "এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই"-এই উদ্দীপনামূলক স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে শেষ হলো তিন দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং।তারুণ্যের এই উৎসবে জেলার ১২টি কলেজের ফুটবল দলকে পিছনে ফেলে শিরোপা জয় করে নিয়েছে আদিতমারী ডিগ্রি সরকারি কলেজ, লালমনিরহাট।​জমজমাট ফাইনাল ও বিজয়োল্লাস ​আজ বিকেলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে কালীগঞ্জের সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজকে হারিয়ে আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ তাদের নৈপুণ্য প্রদর্শন করে বিজয় ছিনিয়ে নেয়।মাঠজুড়ে দর্শকদের করতালি আর তারুণ্যের উচ্ছ্বাসে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।খেলা শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ লালমনিরহাটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ব্রজেন্দ্র নাথ বর্মন,সহকারী অধ্যাপক দীপু রাম বর্মন,সহকারী শিক্ষক আব্দুল মজিদ, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,কবি ও শিল্পী ফারুক আহমেদ সূর্যসহ আরও অনেকেই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ কামারুজ্জামান।​​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন "নতুন বাংলাদেশ গড়ার কারিগর হলো আমাদের তরুণ সমাজ।খেলাধুলার মাধ্যমে তাদের এই শক্তি ও সংহতিকে ইতিবাচক পথে ধাবিত করতে হবে। আজকের এই জয় কেবল একটি কলেজের নয়, বরং পুরো লালমনিরহাটের তারুণ্যের জয়।"​জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস,লালমনিরহাটের যৌথ ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন প্রান্তের ১২টি কলেজ অংশগ্রহণ করে।গত তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় জেলা শহরের ক্রীড়ামোদীদের ঢল নামে।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাটে তারুণ্যের উৎসবে চ্যাম্পিয়ন আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ