সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

মদনপুরে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি। র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১ লা জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার মদনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মিরাজ হোসেন মুন্না (২২),কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সাদিয়ানি গ্রামের বাসিন্দা মোঃ মাঈন উদ্দিন (২৭),ফেনী জেলার ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোঃ রাকিব (২০),ফেনী জেলার ফেনী সদর উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা।প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।র‍্যাব-১১ জানিয়েছে মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।র‍্যাব-১১ আরও জনগণকে অনুরোধ করেছে,মাদক নির্মূল করতে সক্রিয়ভাবে সহযোগিতা করতে।

 মদনপুরে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার