সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার,রংপুরে বেকারিকে জরিমানা

রংপুর করেসপন্ডেন্ট।রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই হোয়াইট ব্রেড উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে।বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মহানগরীর সাজাপুর এলাকার আসিফ বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করেই পণ্যে বিএসটিআই লোগো ব্যবহার করে উৎপাদন ও বিক্রয়–বিতরণ করছিল।এ ঘটনায় বিএসটিআই আইন ২০১৮-এর ১৫(১)/২৭ ধারায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়,রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরসালিন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট) তাদমিরা শারমিন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার,রংপুরে বেকারিকে জরিমানা