সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

গলাচিপা থেকে ৫০ পিস অবৈধ ইয়াবাসহ যুবক গ্রেফতার,আসামি আদালতে প্রেরন

মোঃ নাসির উদ্দিন,গলাচিপা,পটুয়াখালী।পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকা থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রুহুল ইসলাম ইমন (২০)।তিনি মোঃ ইউনুস ফকিরের ছেলে এবং মোসাঃ হোসনে আরার সন্তান।তার স্থায়ী ঠিকানা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১১১,সাগরদী রোড।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় গত শনিবার ২১ শে ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ইমনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলাটি ২০১৮ ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারার তফসিল-১০(ক) অনুযায়ী রুজু করা হয়,যার মামলা নম্বর ১২।গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

গলাচিপা থেকে ৫০ পিস অবৈধ ইয়াবাসহ যুবক গ্রেফতার,আসামি আদালতে প্রেরন