বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Daily Nasa News

হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের,অধ্যাদেশ না হলে আন্দোলন চলবে

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।প্রস্তাবিত "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ জারির দাবীতে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন আরও জোরালো হয়েছে।রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন শেষে আন্দোলনকে এককেন্দ্রিক ও কার্যকর করতে টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকা থেকে সরে এসে শিক্ষার্থীরা এখন সায়েন্সল্যাব মোড়ে জড়ো হচ্ছেন।আজ বুধবার ১৪ ই জানুয়ারি দুপুর পৌনে একটার দিকে ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন।এতে করে সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।ফলে নিউমার্কেট, ধানমন্ডি, কলাবাগান ও আজিমপুরসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।সাধারণ মানুষ ও কর্মজীবীরা পড়েন চরম ভোগান্তিতে।এর আগে শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় পৃথকভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলেন।তবে আন্দোলনের সমন্বয়কারীদের সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থীকে এক জায়গায় সমবেত করার লক্ষ্যে এসব এলাকা থেকে অবরোধ তুলে নিয়ে সায়েন্সল্যাবে অবস্থান নেওয়া হয়। আন্দোলনকারীদের মতে এককেন্দ্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায় আরও সহজ ও কার্যকর হবে।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান তাদের একমাত্র দাবি হলো প্রস্তাবিত "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ইং-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে দ্রুত অধ্যাদেশ জারি করা। তারা দাবী করেন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় এই আইনের খসড়া অনুমোদন দিতে হবে।অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা নানামুখী প্রশাসনিক জটিলতা, একাডেমিক অনিশ্চয়তা ও কাঠামোগত সমস্যার মধ্যে রয়েছেন।"ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি" প্রতিষ্ঠার মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা মনে করেন।তাই অধ্যাদেশ জারি নিয়ে কোনো ধরনের বিলম্ব তারা মেনে নেবেন না।আন্দোলনকারীরা আরও বলেন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে অগ্রগতির কথা বলা হচ্ছে তা লিখিত ও সুস্পষ্ট ঘোষণা ছাড়া তারা বিশ্বাস করবেন না।সরকারিভাবে অধ্যাদেশ জারির ঘোষণা না আসা পর্যন্ত সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে "ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র অধ্যাদেশ অনুমোদনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ সাধন এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। বর্তমানে এটি প্রক্রিয়াধীন রয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরবর্তী ধাপে দ্রুত মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি নেওয়া হবে এবং এরপর লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন করে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করা হবে।শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে,প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।তবে শিক্ষার্থীরা বলছেন কেবল আশ্বাস নয়-অধ্যাদেশ জারির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে আরও বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের,অধ্যাদেশ না হলে আন্দোলন চলবে