মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

মিঠামইন-ইটনাও অষ্টগ্রামে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মিঠামইন-ইটনাও অষ্টগ্রামে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
মিঠামইন-ইটনাও অষ্টগ্রামে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

মোক্তার হোসেন গোলাপ কিশোরগঞ্জ।

মিঠামইন থানা প্রাঙ্গণে আজ মঙ্গলবার ১৩ ই জানুয়ারি ১১ টা ৩০ মিনিটে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডাঃ এস,এম ফরহাদ হোসেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ আলমগীর শিকদার (সদস্য জেলা বিএনপি),বিজয় কর রতন,(সাংবাদিক দৈনিক সমকাল), শাহরিল আলম তপন (সভাপতি বনিক সমিতি),নাজমুল হাসান ভুঁইয়া (সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি),মোঃ আফতাব উদ্দিন ভুইয়া (সহ-সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি),এ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল (সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি),মোঃ কামরুল হুদা (সভাপতি খেলাফত মজলিস মিঠামইন উপজেলা শাখা),আব্দুর সালাম (সাধারণ সম্পাদক জামাতে ইসলামী),মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি), এনামুল হক মুরাদ (এনসিপি),মৌলানা তাজুল ইসলাম (আমির জামাতে ইসলাম মিঠামইন), এএইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর (সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি),মোহাম্মদ আলী চৌধুরী (সচিব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার),কারিমা বেগম (উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা),বিল্লাল হোসেন ( উপজেলা নির্বাচন কর্মকর্তা),মশিউর রহমান মুগ্ধ (ক্যাম্প কমান্ডার মিঠামইন সেনানিবাস),এস,এম আব্দুল্লাহ বিন -শফিক (উপজেলা নিবার্হী কর্মকর্তা মিঠামইন),মাহমুদুল ইসলাম তালুকদার (সহকারী পুলিশ সুপার ক্রাইম) প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ শহিদুল হক।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল,ব্যবসায়ী,শুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।






বিষয় : সারাদেশ কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬


মিঠামইন-ইটনাও অষ্টগ্রামে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

মোক্তার হোসেন গোলাপ কিশোরগঞ্জ।

মিঠামইন থানা প্রাঙ্গণে আজ মঙ্গলবার ১৩ ই জানুয়ারি ১১ টা ৩০ মিনিটে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ডাঃ এস,এম ফরহাদ হোসেন। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ওপেন হাউস ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ আলমগীর শিকদার (সদস্য জেলা বিএনপি),বিজয় কর রতন,(সাংবাদিক দৈনিক সমকাল), শাহরিল আলম তপন (সভাপতি বনিক সমিতি),নাজমুল হাসান ভুঁইয়া (সভাপতি ঘাগড়া ইউনিয়ন বিএনপি),মোঃ আফতাব উদ্দিন ভুইয়া (সহ-সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি),এ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল (সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি),মোঃ কামরুল হুদা (সভাপতি খেলাফত মজলিস মিঠামইন উপজেলা শাখা),আব্দুর সালাম (সাধারণ সম্পাদক জামাতে ইসলামী),মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি), এনামুল হক মুরাদ (এনসিপি),মৌলানা তাজুল ইসলাম (আমির জামাতে ইসলাম মিঠামইন), এএইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর (সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি),মোহাম্মদ আলী চৌধুরী (সচিব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার),কারিমা বেগম (উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা),বিল্লাল হোসেন ( উপজেলা নির্বাচন কর্মকর্তা),মশিউর রহমান মুগ্ধ (ক্যাম্প কমান্ডার মিঠামইন সেনানিবাস),এস,এম আব্দুল্লাহ বিন -শফিক (উপজেলা নিবার্হী কর্মকর্তা মিঠামইন),মাহমুদুল ইসলাম তালুকদার (সহকারী পুলিশ সুপার ক্রাইম) প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ শহিদুল হক।অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল,ব্যবসায়ী,শুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।







Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত