বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
শহীদ ওসমান হাদীর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে ৫ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে ডাকসু ও তরুণ কলাম লেখক ফোরাম।আজ সোমবার ১২ ই জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর সমাজসেবা সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
এ সময় তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান উপস্থিত ছিলেন।মোসাদ্দেক জানান আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদী স্মৃতি বইমেলা–২০২৬ ইং।এই বইমেলার মূল উদ্দেশ্য হলো-শহীদ ওসমান হাদীর জীবন,আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।
মেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল,স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার,তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা এবং শহীদ ওসমান হাদীর জীবন ও সংগ্রাম ভিত্তিক বিশেষ আয়োজন থাকছে।১২ ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয় নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ইনকিলাব মঞ্চের আহবায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদীকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী।রিকশায় থাকা হাদী মাথায় গুলিবিদ্ধ হন।তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদীকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার।চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও ১৮ ই ডিসেম্বর মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে যান হাদী।
বিষয় : শিক্ষা ওসমান হাদি
.png)
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
শহীদ ওসমান হাদীর স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে ৫ দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে ডাকসু ও তরুণ কলাম লেখক ফোরাম।আজ সোমবার ১২ ই জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর সমাজসেবা সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।
এ সময় তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান উপস্থিত ছিলেন।মোসাদ্দেক জানান আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদী স্মৃতি বইমেলা–২০২৬ ইং।এই বইমেলার মূল উদ্দেশ্য হলো-শহীদ ওসমান হাদীর জীবন,আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।
মেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল,স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার,তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা এবং শহীদ ওসমান হাদীর জীবন ও সংগ্রাম ভিত্তিক বিশেষ আয়োজন থাকছে।১২ ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয় নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারে যাওয়া ইনকিলাব মঞ্চের আহবায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদীকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী।রিকশায় থাকা হাদী মাথায় গুলিবিদ্ধ হন।তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে হাদীকে সিঙ্গাপুরে নিয়ে যায় সরকার।চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টার পরও ১৮ ই ডিসেম্বর মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে যান হাদী।
.png)
আপনার মতামত লিখুন