রোববার, ১১ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

জয়পুরহাটে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ

জয়পুরহাটে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ
জয়পুরহাটে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ

করেসপন্ডেন্ট,পাঁচবিবি,জয়পুরহাট।

জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।আজ ৯ ই জানুয়ারী দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল বৃহস্পতিবার ৮ ই জানুয়ারি রাতে জয়পুরহাট সদর মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক পাশে মার্কেটের একটি গোডাউন যৌন উত্তেজক সিরাপ গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায় জয়পুরহাট সদর উপজেলাধীন মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়কের পাশে একটি গোডাউনে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট- ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশে একটি বিশেষ টহল দল উক্ত গোডাউন তল্লাশী করে।

তল্লাশীকালে বিএসটিআই অনুমোদন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমানে অবৈধ একেএল-ওয়ান,জেনসি,লায়ন জুস,গাছন্তর,বাজী,কসপা,টাস,এমএল আগুন,কসমিকু, জিনিক জিনসিন,ফাইটন,আলভা স্পার্ক,ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর ৩ জিআর বিষ- ১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।উদ্ধারকৃত মালামালের মূল্য ২৬ লক্ষ ৮৭ হাজার ৪শ ৮৫ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের "জিরো টলারেন্স" নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।


বিষয় : অপরাধ রাজশাহী জয়পুরহাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১১ জানুয়ারি ২০২৬


জয়পুরহাটে আবারও বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

করেসপন্ডেন্ট,পাঁচবিবি,জয়পুরহাট।

জয়পুরহাট- ২০ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।আজ ৯ ই জানুয়ারী দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।এর আগে গতকাল বৃহস্পতিবার ৮ ই জানুয়ারি রাতে জয়পুরহাট সদর মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক পাশে মার্কেটের একটি গোডাউন যৌন উত্তেজক সিরাপ গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায় জয়পুরহাট সদর উপজেলাধীন মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়কের পাশে একটি গোডাউনে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট- ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশে একটি বিশেষ টহল দল উক্ত গোডাউন তল্লাশী করে।

তল্লাশীকালে বিএসটিআই অনুমোদন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমানে অবৈধ একেএল-ওয়ান,জেনসি,লায়ন জুস,গাছন্তর,বাজী,কসপা,টাস,এমএল আগুন,কসমিকু, জিনিক জিনসিন,ফাইটন,আলভা স্পার্ক,ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর ৩ জিআর বিষ- ১০ ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে।উদ্ধারকৃত মালামালের মূল্য ২৬ লক্ষ ৮৭ হাজার ৪শ ৮৫ টাকা।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন বিজিবি মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের "জিরো টলারেন্স" নীতির বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।



Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত