রোববার, ১১ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
আপডেট : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেনঃ প্রেস সচিব

নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেনঃ প্রেস সচিব
প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন এখনো ভালো নির্বাচনী পরিবেশ বজায়ে আছে।দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে।দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।আজ শুক্রবার ৯ ই জানুয়ারি দুপুরে তিনি ময়মসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও হামলার শিকার হওয়া হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহঃ) মাজার পরিদর্শন করেন।পরে নগরীর শিব বাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন বাংলাদেশ পীর আওলিয়ার দেশ,ইসলাম এসেছে তাদের হাত ধরে।কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে।বাংলাদেশ সম্প্রীতির দেশ,এই দেশ সব ধর্ম-বর্ণে মানুষের দেশ।এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে।মাজারে নিরাপত্তাও তারা জোরদার করছে।মানুষও সচেতন হচ্ছে।

তিনি আরও বলেন নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেন এমনটি প্রত্যাশা।বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে।বিগত সময়ের অপশাসন যেন আর না দেখতে না হয়।এ জন্য সকলে হ্যা ভোট দিবেন বলে তিনি প্রত্যাশা করেন।এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




বিষয় : নির্বাচন জাতীয় সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১১ জানুয়ারি ২০২৬


নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেনঃ প্রেস সচিব

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন এখনো ভালো নির্বাচনী পরিবেশ বজায়ে আছে।দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে।দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।আজ শুক্রবার ৯ ই জানুয়ারি দুপুরে তিনি ময়মসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও হামলার শিকার হওয়া হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ'র (রহঃ) মাজার পরিদর্শন করেন।পরে নগরীর শিব বাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন বাংলাদেশ পীর আওলিয়ার দেশ,ইসলাম এসেছে তাদের হাত ধরে।কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে।বাংলাদেশ সম্প্রীতির দেশ,এই দেশ সব ধর্ম-বর্ণে মানুষের দেশ।এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে।মাজারে নিরাপত্তাও তারা জোরদার করছে।মানুষও সচেতন হচ্ছে।

তিনি আরও বলেন নির্বাচনের সময় সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবেন এমনটি প্রত্যাশা।বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে।বিগত সময়ের অপশাসন যেন আর না দেখতে না হয়।এ জন্য সকলে হ্যা ভোট দিবেন বলে তিনি প্রত্যাশা করেন।এসময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত