সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

নবীগঞ্জে ১৪ মাসের এক কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু

নবীগঞ্জে ১৪ মাসের এক কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু
নবীগঞ্জে ১৪ মাসের এক কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু

ঝর্না বেগম,হবিগঞ্জ।

নবীগঞ্জ উপজেলার ৬ নং কুরশী বাজকাশারা নব‌‌ঈগজ গ্ৰামে ১৪ মাস বয়সী এক শিশু কন্যার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।জানা যায় নবীগঞ্জ উপজেলা বাজকাশারা নব‌ঈগনজ গ্ৰামের অটো মিশুক জুয়েল মিয়ার কন্যা সন্তান মানহা বেগম,(১৪ ) মাস বয়সী।গত ৪ ঠা জানুয়ারি রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বাড়ির পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি ডোবায় পরিবার পরিজনদের অগোচরে পরে যায়।

পরে মানহার মা জেসমিন বেগম এদিক সেদিক খোঁজাখুঁজি করে না পেয়ে হঠাৎ তাকিয়ে দেখেন ডুবার মধ্যে মানহার ভাসমান নিতর দেহ।তাৎক্ষণিক ডোবা থেকে মানহাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া ও খবর শুনে নবীগঞ্জ থানার এসআই মোঃ আরাফাত রহমান ছুটে যান এবং শিশু বাচ্চা মানহার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বিষয় : সারাদেশ হবিগঞ্জ সিলেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬


নবীগঞ্জে ১৪ মাসের এক কন্যা শিশু পানিতে ডুবে মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

ঝর্না বেগম,হবিগঞ্জ।

নবীগঞ্জ উপজেলার ৬ নং কুরশী বাজকাশারা নব‌‌ঈগজ গ্ৰামে ১৪ মাস বয়সী এক শিশু কন্যার পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।জানা যায় নবীগঞ্জ উপজেলা বাজকাশারা নব‌ঈগনজ গ্ৰামের অটো মিশুক জুয়েল মিয়ার কন্যা সন্তান মানহা বেগম,(১৪ ) মাস বয়সী।গত ৪ ঠা জানুয়ারি রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বাড়ির পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি ডোবায় পরিবার পরিজনদের অগোচরে পরে যায়।

পরে মানহার মা জেসমিন বেগম এদিক সেদিক খোঁজাখুঁজি করে না পেয়ে হঠাৎ তাকিয়ে দেখেন ডুবার মধ্যে মানহার ভাসমান নিতর দেহ।তাৎক্ষণিক ডোবা থেকে মানহাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়া ও খবর শুনে নবীগঞ্জ থানার এসআই মোঃ আরাফাত রহমান ছুটে যান এবং শিশু বাচ্চা মানহার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।


Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত