মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ।
নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ ০৫ জন গ্রেফতার।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ২৬-১২-২৫ ইং তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কতিপয় ছেলেদের মাধ্যমে বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ঘটনাস্থলে গিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাবসায়ী আসামি লিটন মন্ডল (৪২),পিতাঃ জিন্না মন্ডল,সাং-হাসিম পুর, থানাঃ বদলগাছি জেলা নওগাঁ এর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক দ্রব্য) উদ্ধার করে জব্দ করে।
এ সময়ে আসামি লিটনকে ট্যাবলেট বিক্রয়ের সহায়তা কারী আসামি অনিক (২০) পিতাঃ শ্রী ভবেশ চন্দ্র,সাং- তেজাপাড়া, আসিক চন্দ্র বর্মন (২০) পিতাঃ শ্রী রঞ্জিত,সাং-সাদিসপুর,পনি চন্দ্র বর্মন (২১) পিতাঃ নিহার রঞ্জন বর্মন,সাং-মুক্তি নগর,শ্রী জয়ন্ত রায় (২১) পিতা শ্রী আনন্দ রায় সাং মুক্তি নগর সর্ব থানা বদলগাছী জেলা নওগাঁ দের গ্রেফতার করা হয়।
জানতে চাইলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান মুঠোফোনে জানান গ্রেফতারকৃত পাঁচজন বেশ কিছুদিন যাবত বদলগাছি থানা এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা করে আসছিল।সেই সাথে নিজেরা মাদক দ্রব্য গ্রহণ করে সমাজে অশান্তি সৃষ্টি করছিল।প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.png)
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ।
নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ ০৫ জন গ্রেফতার।নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ২৬-১২-২৫ ইং তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কতিপয় ছেলেদের মাধ্যমে বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ঘটনাস্থলে গিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাবসায়ী আসামি লিটন মন্ডল (৪২),পিতাঃ জিন্না মন্ডল,সাং-হাসিম পুর, থানাঃ বদলগাছি জেলা নওগাঁ এর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক দ্রব্য) উদ্ধার করে জব্দ করে।
এ সময়ে আসামি লিটনকে ট্যাবলেট বিক্রয়ের সহায়তা কারী আসামি অনিক (২০) পিতাঃ শ্রী ভবেশ চন্দ্র,সাং- তেজাপাড়া, আসিক চন্দ্র বর্মন (২০) পিতাঃ শ্রী রঞ্জিত,সাং-সাদিসপুর,পনি চন্দ্র বর্মন (২১) পিতাঃ নিহার রঞ্জন বর্মন,সাং-মুক্তি নগর,শ্রী জয়ন্ত রায় (২১) পিতা শ্রী আনন্দ রায় সাং মুক্তি নগর সর্ব থানা বদলগাছী জেলা নওগাঁ দের গ্রেফতার করা হয়।
জানতে চাইলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান মুঠোফোনে জানান গ্রেফতারকৃত পাঁচজন বেশ কিছুদিন যাবত বদলগাছি থানা এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা করে আসছিল।সেই সাথে নিজেরা মাদক দ্রব্য গ্রহণ করে সমাজে অশান্তি সৃষ্টি করছিল।প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.png)
আপনার মতামত লিখুন