করেসপন্ডেন্ট,পাঁচবিবি, জয়পুরহাট।
গত কয়েকদিনের হিমেল বাতাস ঘন কুয়াশা আর প্রচন্ড কনকনে শীতকে উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার বিভিন্ন স্হানসহ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। মানবিক সেবায় তিনি এক নজির স্হাপন করেছেন।
শহর ও গ্রামের বিভিন্ন স্হানে শীতার্ত ছিন্নমুল অসহায় মানুষ গুলো যখন জবুথবু তখন তাদের শীত নিবারণের জন্য এগিয়ে আসেন মানবিক এই কর্মকর্তা।গতকাল ২৪ ডিসেম্বর বুধবার রাতে, মানুষ যখন শীতের হাত থেকে বাঁচতে ঘরে ঠাঁই নিয়েছেন তখন তিনি সহকারী কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন,প্রকল্প অফিস সহায়ক জুয়েল ও কয়েক জন কর্মচারীকে সাথে নিয়ে পৌর শহরের পাঁচমাথা,তিনমাথা,বাস স্ট্যান্ড,সৈয়দ নুরুদ্দিন এতিম ও হাফেজখানা ,রেল স্টেশন, বাগজান বাজার ও ১ টি গীর্জা সহ বিভিন্ন এলাকায় ভাসমান ছিন্নমূল নারী পুরুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি এমন প্রাপ্তিতে অনেকেই হয়েছে হতবাক,কেউবা প্রফুল্ল।
নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন চলতি শীতে ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৬ শ কম্বল উপজেলার ভাসমান ছিন্নমূল মানুষ ছাড়াও বিভিন্ন এতিমখানা সহ অন্যান্য প্রতিষ্ঠানের দুস্তদের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণ করা হবে।এর আগে গত ২৩ শে ডিসেম্বর ৬ টি এতিম ও হাফেজখানার শতাধিক তালবে এলেমদেরকে একটি করে কম্বল প্রদান করেন ।
.png)
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
করেসপন্ডেন্ট,পাঁচবিবি, জয়পুরহাট।
গত কয়েকদিনের হিমেল বাতাস ঘন কুয়াশা আর প্রচন্ড কনকনে শীতকে উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি পৌর সভার বিভিন্ন স্হানসহ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। মানবিক সেবায় তিনি এক নজির স্হাপন করেছেন।
শহর ও গ্রামের বিভিন্ন স্হানে শীতার্ত ছিন্নমুল অসহায় মানুষ গুলো যখন জবুথবু তখন তাদের শীত নিবারণের জন্য এগিয়ে আসেন মানবিক এই কর্মকর্তা।গতকাল ২৪ ডিসেম্বর বুধবার রাতে, মানুষ যখন শীতের হাত থেকে বাঁচতে ঘরে ঠাঁই নিয়েছেন তখন তিনি সহকারী কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন,প্রকল্প অফিস সহায়ক জুয়েল ও কয়েক জন কর্মচারীকে সাথে নিয়ে পৌর শহরের পাঁচমাথা,তিনমাথা,বাস স্ট্যান্ড,সৈয়দ নুরুদ্দিন এতিম ও হাফেজখানা ,রেল স্টেশন, বাগজান বাজার ও ১ টি গীর্জা সহ বিভিন্ন এলাকায় ভাসমান ছিন্নমূল নারী পুরুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি এমন প্রাপ্তিতে অনেকেই হয়েছে হতবাক,কেউবা প্রফুল্ল।
নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন চলতি শীতে ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৬ শ কম্বল উপজেলার ভাসমান ছিন্নমূল মানুষ ছাড়াও বিভিন্ন এতিমখানা সহ অন্যান্য প্রতিষ্ঠানের দুস্তদের মাঝে সুষ্ঠু ভাবে বিতরণ করা হবে।এর আগে গত ২৩ শে ডিসেম্বর ৬ টি এতিম ও হাফেজখানার শতাধিক তালবে এলেমদেরকে একটি করে কম্বল প্রদান করেন ।
.png)
আপনার মতামত লিখুন