তুষার কান্তি হাওলাদার, পাথরঘাটা,বরগুনা।
বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন হোসেন (৪০) প্রায় এক দশক আগে নিখোঁজ হন। দীর্ঘ ১০ বছর পর অবশেষে তার সন্ধান মিলেছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
জানা যায় প্রায় এক দশক আগে বরগুনার তালতলী উপজেলার বাড়ি থেকে বেরিয়ে যান মানসিক ভারসাম্যহীন হোসেন। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ মেলেনি।সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার একটি এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানালে তা মানবিক ব্যক্তিদের নজরে আসে।
পরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি তালতলী উপজেলার নিখোঁজ হোসেন। খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব পায়।খবর পেয়ে বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ এবং মানবিক কর্মী মেহেদী সিকদার দ্রুত এগিয়ে আসেন।তারা হোসেনের পরিচয় নিশ্চিত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
এ বিষয়ে বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ বলেন, “দীর্ঘদিন নিখোঁজ থাকা একজন অসহায় মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা পাশে দাঁড়িয়েছি"।
মানবিক কর্মী মেহেদী সিকদার জানান “এ ধরনের মানুষদের সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।হোসেন যেন পরিবারের স্নেহে নিরাপদে ফিরতে পারে,সে জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি"।
হোসেনের বোন মমতাজ বেগম বলেন “আমার ভাই হোসেন ১০ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এতদিন আমরা তার কোনো খোঁজ পাইনি। আজ তাকে ফিরে পাওয়ার খবরে ভাষা হারিয়ে ফেলেছি। যারা আমার ভাইকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ"।
দীর্ঘ ১০ বছর পর প্রিয়জনকে ফিরে পাওয়ার খবরে হোসেনের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা এ মানবিক উদ্যোগে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে নিখোঁজ মানুষের ঘরে ফেরার পথ তৈরি হতে পারে-এই বার্তাই আবারও সামনে এসেছে। সবাই চায় তাদের হারিয়ে যাওয়া মানুষটি আপন ঠিকানায় ফিরে আসুক।
.png)
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
তুষার কান্তি হাওলাদার, পাথরঘাটা,বরগুনা।
বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন হোসেন (৪০) প্রায় এক দশক আগে নিখোঁজ হন। দীর্ঘ ১০ বছর পর অবশেষে তার সন্ধান মিলেছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।
জানা যায় প্রায় এক দশক আগে বরগুনার তালতলী উপজেলার বাড়ি থেকে বেরিয়ে যান মানসিক ভারসাম্যহীন হোসেন। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ মেলেনি।সম্প্রতি বরগুনার পাথরঘাটা উপজেলার একটি এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানালে তা মানবিক ব্যক্তিদের নজরে আসে।
পরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি তালতলী উপজেলার নিখোঁজ হোসেন। খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব পায়।খবর পেয়ে বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ এবং মানবিক কর্মী মেহেদী সিকদার দ্রুত এগিয়ে আসেন।তারা হোসেনের পরিচয় নিশ্চিত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
এ বিষয়ে বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ বলেন, “দীর্ঘদিন নিখোঁজ থাকা একজন অসহায় মানুষকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা পাশে দাঁড়িয়েছি"।
মানবিক কর্মী মেহেদী সিকদার জানান “এ ধরনের মানুষদের সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।হোসেন যেন পরিবারের স্নেহে নিরাপদে ফিরতে পারে,সে জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি"।
হোসেনের বোন মমতাজ বেগম বলেন “আমার ভাই হোসেন ১০ বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এতদিন আমরা তার কোনো খোঁজ পাইনি। আজ তাকে ফিরে পাওয়ার খবরে ভাষা হারিয়ে ফেলেছি। যারা আমার ভাইকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ"।
দীর্ঘ ১০ বছর পর প্রিয়জনকে ফিরে পাওয়ার খবরে হোসেনের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা এ মানবিক উদ্যোগে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক উদ্যোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে নিখোঁজ মানুষের ঘরে ফেরার পথ তৈরি হতে পারে-এই বার্তাই আবারও সামনে এসেছে। সবাই চায় তাদের হারিয়ে যাওয়া মানুষটি আপন ঠিকানায় ফিরে আসুক।
.png)
আপনার মতামত লিখুন