রোববার, ২৩ নভেম্বর ২০২৫
Daily Nasa News

অর্থনীতি-ব্যাবসা

লালমনিরহাটে আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারির শুভ উদ্বোধন

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।  লালমনিরহাটে প্রথমবারের মতো বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারির শুভ উদ্বোধন করা হয়েছে।আজ ‎সোমবার ১০ ই অক্টোবর সকাল ১১টায় লালমনিরহাট শহরের কলেজ রোডস্থ,মিশন মোড়ে দই,সন্দেশ,কেক ইত্যাদি তাজা,সুস্বাদু আর মানসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে সুনামধন্য আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারি উদ্বোধন করা হয়।‎উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতাদের মাঝে আকবরিয়া সুইটসের পক্ষ থেকে নির্ভেজাল ও মানসম্মত খাবার সরবরাহের প্রতিশ্রুতি ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।‎এদিকে,বগুড়ার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের খাবার সামগ্রী এখন থেকে হাতের কাছে পাওয়া যাওয়াতে খুশি সাধারন মানুষ।‎এ সময়ে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ী ও আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে আকবরিয়া সুইটস এন্ড কনফেকশনারির শুভ উদ্বোধন