প্রিন্ট এর তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
আনসার-ভিডিপির তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
||
মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে লালমনিরহাটের আদিতমারী ও মিশনমোড়,কলেজ রোডস্থ অরবিট হাসপাতাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।গত ১১ জানুয়ারি থেকে ১৩ ই জানুয়ারি পর্যন্ত সাপ্টীবাড়ী কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্প পরিচালিত হয়।সেবা গ্রহণকারীঃ ক্যাম্পে প্রায় ১৫ শতজন বিভিন্ন রোগীর মধ্যে চক্ষুরোগের দেখা মিলে ১৮৪ জন চক্ষু রোগী। এই ১৮৪জনকেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়েছে।অপারেশনঃ পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫৪ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়, যার মধ্যে ২৫ জনের অপারেশন ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।চক্ষু চিকিৎসার পাশাপাশি দন্ত চিকিৎসা এবং সাধারণ রোগের আধুনিক চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় এবং রংপুর রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।এরই অংশ হিসেবে ১৩ ই জানুয়ারী অরবিট হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে এসে লালমনিরহাট জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন "আইন-শৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব"।এসময় তিনি আরও বলেন "দেশের দরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি,যা একটি 'মানবিক বাংলাদেশ' গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সমাজের বিত্তবান,জন-প্রতিনিধি এবং সমাজপতিদের প্রতি আমার আহবান-আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ান। আমরা আশাবাদী যে,জনকল্যাণমূলক এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও আরও বড় পরিসরে অব্যাহত থাকবে"।দিনব্যাপী ফ্রী মেডিকেল সেবার অংশ হিসেবে আইরিচ আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এইচ, এম কাওছার শিশির বলেন "মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মহতী উদ্যোগ লালমনিরহাটের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যেসব অসহায় মানুষ অর্থাভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন এই ক্যাম্প তাদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে।কেবল আইন-শৃঙ্খলা রক্ষা নয়,জনকল্যাণ ও সেবামূলক কর্মকান্ডে ও যে এই বাহিনী অগ্রণী ভূমিকা রাখতে পারে,এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই এক উজ্জ্বল প্রতিফলন।স্থানীয় সচেতন মহলের মতে,সরকারি-বেসরকারি অন্যান্য সংস্থাও যদি এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়,তবে একটি সুস্থ ও সবল জাতি গঠনের লক্ষ্য আরও দ্রুত বাস্তবায়িত হবে।আর্তমানবতার সেবায় নিয়োজিত এই কার্যক্রম কেবল চিকিৎসাসেবা নয়, বরং সাধারণ মানুষের মনে এক গভীর আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছে।এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামরুজ্জামান। 'ফেলো, মেডিকেল ভিট্রো-রেটিনা মেডিকেল রেটিনা বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্টওএসবি (OSB)চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউট বিএমডিসি ঢাকা ডাঃ স্বপন কুমার বিশ্বাস,পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)অরবিট আই হসপিটাল লিমিটেড এ. এম. আর মজুমদার লিটন ও মেডিকেল এসিস্ট্যান্ট আনসার ভিডিপির শংকর মিত্রসহ আরও অনেকেই। ড্রিমার্স কনসাল্টেশন অ্যান্ড রিসার্চ'-এর ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল এবং আনসার-ভিডিপি সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ব্যয়বহুল চক্ষু চিকিৎসা ও অপারেশন সুবিধা পেয়ে আয়োজকদের প্রতি দুরদুরন্ত থেকে আসা চক্ষু রোগীরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত