প্রিন্ট এর তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
শ্রেষ্ঠ বিতার্কিক জান্নাতুল ফেরদৌস জেবার নেতৃত্বে বিতর্কে জয়ী রসায়ন বিভাগ
||
মোঃ খাত্তাব হোসেন,ঝিনাইদাহ। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ ইং এ "কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের উপকারের চেয়ে অপকার বেশি করছে" শীর্ষক বিষয়ের ওপর প্রাণবন্ত বিতর্ক অনুষ্ঠিত হয়।উক্ত বিতর্কে পক্ষ হিসেবে অংশগ্রহণ করে রসায়ন বিভাগ এবং বিপক্ষে ছিল বাংলা বিভাগ।যুক্তি,তথ্য ও বুদ্ধি বৃত্তিক উপস্থাপনায় এগিয়ে থেকে রসায়ন বিভাগ ১০২ স্কোর অর্জনের মাধ্যমে বিজয়ী হয়।অপরদিকে বাংলা বিভাগ ৯৯ স্কোর পেয়ে প্রতিযোগিতায় পরাজিত হয়।আজকের বিতর্কে অসাধারণ যুক্তি উপস্থাপন ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে রসায়ন বিভাগের দলনেতা জান্নাতুল ফেরদৌস জেবা "শ্রেষ্ঠ বিতার্কিক" হিসেবে নির্বাচিত হন।তিনি কেমিস্ট্রি ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য আয়োজক প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সার্বিক সহযোগিতায় আজিজুল হক কলেজ ডিবেটিং ক্লাব।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত