প্রিন্ট এর তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পাঁচবিবি যুবদলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
||
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট। জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ ই জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে গোপালপুর আলহাজ্ব নজিব মন্ডল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক যুবনেতা আনিছুর রহমান মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক যুবনেতা নয়ন প্রধানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট,জেলা কৃষক দলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ,উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক,জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম মাস্টারসহ বিএনপি যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত