প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবে পরিণত হবে, ফাওজুল কবির খান
||
মনোয়ারুল ইসলাম,রংপুর।আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের চইন খইরপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। গণভোট ও জাতীয় নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর জেলা তথ্য অফিস এ বৈঠকের আয়োজন করে।ফাওজুল কবির খান বলেন ঈদ বা পূজার মতো উৎসবের আমেজে মানুষ ভোট কেন্দ্রে যাবে। নির্ভয়ে ও বিনা বাধায় সবাই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।অতীতের মতো ভোটদানে বাধা বা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।তিনি আরও বলেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়ই প্রতিফলিত হবে। জয়ী ও পরাজিত উভয় পক্ষই গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করবে।গণভোট প্রসঙ্গে উপদেষ্টা বলেন এবারের গণভোট হবে সংস্কারমূলক। এর মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ গড়ে ওঠার পথ সুগম হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল বলেন দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত। তিনি গণভোটের চারটি প্রশ্ন, সংস্কারের বিষয় এবং ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উঠান বৈঠকে সাংবাদিকসহ পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত