প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে বিআরডিবি'র ৯ দিনব্যাপী "গরু মোটাতাজাকরণ" প্রশিক্ষণের সমাপনী
||
মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন "পল্লী জীবিকায়ন প্রকল্প- ৩য় পর্যায়" (পজীপ-৩)-এর সুবিধাভোগী সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নয় দিনব্যাপী "গরু মোটাতাজাকরণ" বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ লালমনিরহাট যুব ভবন মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পজীপ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ আলাউদ্দিন সরকার।তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন "সরকার পল্লী অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আপনারা নিজ নিজ এলাকায় আদর্শ খামারি ও সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ বদরুদ্দোজা।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মোঃ মুরশেদুল করিম।পুরো আয়োজনটির সার্বিক তদারকিতে ছিলেন লালমনিরহাট বিআরডিবি-র জেলা তথ্য কর্মকর্তা মোছাঃ নুরেলা আরজুমান।বিআরডিবি সূত্র জানায় গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনতে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।নয় দিনব্যাপী এই কোর্সে গরু মোটাতাজাকরণের আধুনিক পদ্ধতি,খাদ্য ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়েছে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অর্থ বিতরণ করা হয়।এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরডিবি-র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত