প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে মাইক্রোবাস ও ভ্যানের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত,দুই আহত
||
এএস আব্দুস সামাদ,শৈলকুপা,ঝিনাইদহ। ঝিনাইদহে মাইক্রোবাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মুক্তার হোসাইন তার স্ত্রীর বড় বোনকে নিয়ে ঝিনাইদহ থেকে গ্রামে ফিরছিলেন।পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার বাদামতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।দুর্ঘটনায় মোটরসাইকেল ও ভ্যানের ৩ জন আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসাইনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন এখনও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানিয়েছেন দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি হেফেজতে নেওয়া হয়েছে এবং সড়কে যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।স্থানীয়দের মতে এই সড়কটি যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হলেও মাঝে মাঝে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটছে।স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত