প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
রংপুরে ডিবির অভিযানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার
||
মনোয়ারুল ইসলাম,রংপুর,জেলা।আগামীকাল অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে জালিয়াতির চেষ্টাকারী একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া ও গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ দুপুরে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান পরীক্ষাকে ঘিরে একটি চক্র আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অবৈধ সুবিধা প্রদানের প্রস্তুতি নিচ্ছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ আগে থেকেই নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।অভিযানকালে তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়,যা পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহারের প্রস্তুতি ছিল বলে ধারণা করছে পুলিশ।ডিসি সনাতন চক্রবর্তী বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে পরীক্ষার্থীদের কাছে ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যেই তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুরো চক্রটি শনাক্তে কাজ করছে পুলিশ। তিনি আরও বলেন সরকারি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত