প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
পাঁচবিবি'র উচনা সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক
||
মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।জয়পুরহাটের পাঁচবিবিতে ৯৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাজুল ইসলাম (৫২) নামের এক মাদক কারবারীকে আটক করছে।আটককৃত তাজুল দিনাজপুর জেলার হিলি হাকিমপুর সিপি রোড়ের তজব আলীর পুত্র।আজ ৭ ই জানুয়ারী বুধবার সন্ধ্যায় জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায় ৭ ই জানুয়ারি বুধবার দুপুরে জয়পুরহাট -২০ ব্যাটালিয়নের অধীন হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা উপজেলার উচনা সীমান্ত এলাকায় মাদক বিরোধী নিয়মিত অভিযানের সময় অংশ হিসাবে সীমান্তবর্তী উচনা মাদ্রাসা মোড় সংলগ্ন স্থানে এক জন মোটর সাইকেল আরোহীর সন্দেহ জনক গতিবিধি লক্ষ্য করে।এসময় বিজিবি টহল দল তার দিকে গেলে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।বিজিবি সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে পকেট থেকে ৯ শ ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।এ সময় বিজিবি সদস্যরা ১ এ্যাপাচি মোটরসাইকেল ২ টি মোবাইল ফোন ও ২ টি সীম কার্ড জব্দ করে।উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ ২৯ হাজার ৫ শত টাকা । বিজিবি-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের "জিরো টলারেন্স" নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান,মাদকদ্রব্য,মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বিজিবি।মাদক ও মালামাল সহ আসামিকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে ।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত