প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
রংপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ ২১ শে জানুয়ারি
||
মনোয়ারুল ইসলাম রংপুর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে আগামী ২১ শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।আজ বুধবার ৭ ই জানুয়ারি জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয় ২১ শে জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে রংপুর-১ থেকে রংপুর-৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় রংপুর-১,সকাল ১১টায় রংপুর-২,দুপুর ১২টায় রংপুর-৩,দুপুর ২টায় রংপুর-৪, বিকেল ৩টায় রংপুর-৫ এবং বিকেল ৪টায় রংপুর-৬ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হবে।এতে সংশ্লিষ্ট আসনের প্রার্থী,তাঁদের নির্বাচনী এজেন্ট,প্রস্তাবকারী ও সমর্থকসহ কেবল অনুমোদিত ব্যক্তিরা উপস্থিত থাকতে পারবেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত