প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
||
নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং তীব্র শীতে কষ্টে থাকা বস্ত্রহীন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আগামীকাল ৭ ই জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মিরপুর-১ এলাকায় সড়ক গবেষণাগার,র্যাব-৪ এর সামনে এই মানবিক ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।উক্ত কর্মসূচির আয়োজন করেছেন মোহাম্মদ আইয়ুব,সাবেক যুগ্ম-আহবায়ক (ঢাকা মহানগর উত্তর যুবদল)।আয়োজক জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।এছাড়াও উক্ত সংবাদটি কভারেজের মাধ্যমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান আয়োজকদের।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত