প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
কুলাউড়ায় ঋণের চাপে রিক্সা চালক গৌরাঙ্গের আত্মহত্যা
||
তিমির বনিক,মৌলভীবাজার।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের অর্থ পরিশোধ না করতে পেরে পাওনাদারের চাপে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজি ও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন রিক্সা চালক গৌরাঙ্গ।প্রতিদিনের চাপ,কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থ সংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত গতকাল সোমবার ৫ই জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। পেশায় রিস্কা চালক।এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশার অন্ধকার ছড়িয়ে পড়েছে।পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী বলেন ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি।স্থানীয় এলাকাবাসী ধারনা করে বলেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থ কষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷কুলাউড়া থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় কুলাউড়া থানার ওসি মোঃ মনিরুজ্জামান মোল্লা।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত