প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
বরগুনা-১ ও বরগুনা-২ আসনে মনোনয়নপত্র বাছাই শেষ,১৩ জনের মনোনয়ন বৈধ,৫ জনের বাতিল
||
বরগুনা করেসপন্ডেন্ট।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার বরগুনা-১ ও বরগুনা-২ আসনে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। বাছাই শেষে মোট ১৮ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।বরগুনা-১ আসনবরগুনা-১ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে তাদের মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ২ জনের মনোনয়ন বাতিল করা হয়।বরগুনা-২ আসনবরগুনা-২ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে ৯ জনের মনোনয়ন বৈধ এবং ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।মনোনয়ন বাতিলের কারণরিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকা, নির্ধারিত সংখ্যক ভোটারের স্বাক্ষর ও হলফনামা জমা না দেওয়া,নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এসব কারণে একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।প্রশাসনের বক্তব্যজেলা রিটার্নিং কর্মকর্তা জানান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।যাদের মনোনয়ন বাতিল হয়েছে,তারা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত