প্রিন্ট এর তারিখ : ১১ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
রংপুরে যথাযোগ্য মর্যাদায় ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
||
মনোয়ারুলইসলাম,রংপুর। রংপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬ ইং উদযাপন করা হয়েছে।আজ সোমবার ৫ ই জানুয়ারি সকালে রংপুর রেঞ্জ ও জেলা ভিডিপির উদ্যোগে দিবসটি পালিত হয়।সকাল সাড়ে ৯টায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।এরপর বেলুন ও কবুতর উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, পিভিএম, পিভিএমএস-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সদস্যদের প্রতি আহবান জানান।তিনি বলেন দেশ ও জাতির যে কোনো সংকটময় মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ভবিষ্যতেও মাঠপর্যায়ে আরও তৎপর থেকে বাহিনীর ঐতিহ্য,সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার নির্দেশনা দেন তিনি।আসন্ন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন একটি গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে জানানো হয় আনসার ও ভিডিপি সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে,যাতে দুর্যোগ ও সংকটকালে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন। দুর্যোগ মোকাবেলায় সর্বপ্রথম মাঠে নামার জন্য সদস্যদের প্রস্তুত থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তব্য দেন রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস।এ সময় সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেনসহ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,প্রশিক্ষক-প্রশিক্ষিকা,ভাতাভোগী সদস্য, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পর্যায়ের সদস্য,মনিটরিং মাঠকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত