প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
এম্পিটিনেস ডিসেম্বর
||
কবিতাঃ এম্পিটিনেস ডিসেম্বর কবিঃ জান্নাতুল রহমান স্নেহা বয়ে যাওয়া সৃতি, রেখে যাওয়া হাহাকার,হারানো ব্যাথা, বুকে চেপে বসা আঁধার। রাত জাগা স্বপ্ন নিয়ে, খোদাই করা সময়ের বুকে এ এক ডিসেম্বর। পাতা ঝরে যায়, শীতের হিমেল হাওয়ায় , দুঃখের সৃতির শপথ নিয়ে, নয়ন ভরা বেদনায়। রক্তের চোখে , রক্তে রাঙ্গা জীবন রক্তিম ..... সুপ্ত নিশান্ত জলক অনিল রুদ্ররুপে পশ্চিম। বিষাদের সুর, একাকীত্বের গান সবই ক্ষুদ্র, চলে যাওয়া মানুষ, রেখে যাওয়া শূন্যতার সমুদ্র। শেষ প্রান্তে দাড়িয়ে হাঁড়ানোর অন্তহীন যন্ত্রনা... হিসেব-নিকাশের পাতায় মিলবে কি কোনো সান্ত্বনা ? থমকে দাঁড়ানো টাইম লাইন, কালখন্ড .... নিস্পলক,ফণিক, মায়ামোহই তার প্রচন্ড । প্রকৃতির বিবর্তনে, সব আয়োজন যেন বিস্ম্বর,অস্তিত্বের নোটবুকে এটা এক ডিসেম্বর !!
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত