প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫
নবীগঞ্জে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
||
বুলবুল আহমেদ,নবীগঞ্জ হবিগঞ্জ। নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামের ভেতরে উর্বর ধানী কৃষি জমি থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ২৮ শে ডিসেম্বর দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা হচ্ছে।এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ ও ফরিদপুর গ্রামের আব্দু্ল গনির পুত্র প্রোপাইটার-ফারুক আহমেদকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত