প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামের ২ সেনা সদস্য সুদানে শান্তি মিশনে নিহত,এলাকা জুড়ে শোকের মাতম
||
মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।সুদানে শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।আজ রবিবার ২১ শে ডিসেম্বর দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলান হেলিপ্যাডে নামানো হয়।পরে দুটি এ্যাম্বুলেন্সে মোঃ মমিনুলের মরদেহ গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে আর শান্ত মন্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়।মিশনে নিহত দুই সেনা সদস্যের মরদেহ তাদের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়।নিহত সৈনিক মোঃ মমিনুল ইসলাম ২০০৮ ইং সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।তিনি চলতি বছরে মিমনে যোগ দেন।দুই কন্যা সন্তানের জনক তিনি।মমিনুলের মৃত্যুতে তার বাড়ীসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।নিহত শান্ত মন্ডল ২০১৮ ইং সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন।এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান।সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রান হারান তিনি।দুই বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শান্ত। বর্তমানে বৃষ্টি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় পারিবার।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত