প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫
শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযায় ছাত্র জনতার ঢল,ভারী হয়ে উঠে পাথরঘাটা
||
তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা,বরগুনা। বরগুনার পাথরঘাটায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযায় ছাত্র জনতার ঢল নামে। গতকাল শনিবার ২০ শে ডিসেম্বর আসরের নামাজের পর পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মিলিত ছাত্র জনতার উদ্যোগে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।জানাযায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,ছাত্র সংগঠনের নেতাকর্মী,রাজনৈতিক দলের প্রতিনিধি,আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযাকে ঘিরে পুরো এলাকা জুড়ে শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়।জানাযা শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।দোয়ায় তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি তোলা হয়।সম্মিলিত ছাত্র জনতার প্রতিনিধিরা বলেন শহীদ ওসমান হাদির হত্যাকান্ড শুধু একটি পরিবারের নয়,পুরো জাতির জন্য গভীর বেদনার।দিনের পর দিন এমন নৃশংস ঘটনা ঘটলেও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।শিবিরের সাবেক সভাপতি হাফেজ মাওলানা রাকিব হাসান বলেন এই হত্যাকান্ড মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ।ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।জানাযা শেষে অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল শোকের ছাপ, আর কণ্ঠে ছিল ন্যায়বিচার পাওয়ার দৃঢ় প্রত্যয়।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত