প্রিন্ট এর তারিখ : ১২ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
রাজধানীর যেসব এলাকায় বিজিবি মোতায়েন,নিরাপত্তা ব্যবস্থা জোরদার
||
বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর,যমুনা ও কারওয়ান বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শুক্রবার ১৯ ই ডিসেম্বর বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান বিমানবন্দর এলাকা,কারওয়ান বাজার, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও যমুনা এলাকাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ অবস্থায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীতে উত্তেজনা দেখা দেয়। এসময় একদল বিক্ষোভকারী প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়।এতে প্রতিষ্ঠান দুটির একাধিক সংবাদকর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।একই রাতে ধানমন্ডির ছায়ানট ভবনেও হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। হামলায় বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।উল্লেখ্য গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিন রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত